Suhana Khan in IPL: আইপিএলের গ্যালারিতে ঝলমলে শাহরুখকন্যা সুহানা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 24, 2022 | 9:37 AM

বাবা কিং খান। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক। ছেলেবেলা থেকেই বাবা শাহরুখ খানের হাত ধরে খেলা দেখতে হাজির থাকতেন আরিয়ান খান ও সুহানা খান। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে আব্রামও। তবে কেকেআরের একাধিক ম্যাচ চলাকালীন গ্যালারিতে নজর কেড়ে নিয়েছেন সুহানা। সেই ছোট্ট সুহানা থেকে বর্তমানে এই সুন্দরী সুহানা ঝলমলে আইপিএলের গ্যালারিতে...

1 / 4
আইপিএলের জনপ্রিয় দল কেকেআরের মালিক শাহরুখ খান। কিং খানের সঙ্গে তাঁর কন্যা সুহানা খানকে একাধিকবার কেকেআরের ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গিয়েছে। (ছবি-টুইটার)

আইপিএলের জনপ্রিয় দল কেকেআরের মালিক শাহরুখ খান। কিং খানের সঙ্গে তাঁর কন্যা সুহানা খানকে একাধিকবার কেকেআরের ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গিয়েছে। (ছবি-টুইটার)

2 / 4
চলতি আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের এক ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়েন সুহানা খান। (ছবি-টুইটার)

চলতি আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের এক ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়েন সুহানা খান। (ছবি-টুইটার)

3 / 4
প্রীতির পঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইটদের ম্যাচ চলাকালীন সুহানা খানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দাদা আরিয়ান খান ও বান্ধবীরাও। (ছবি-টুইটার)

প্রীতির পঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইটদের ম্যাচ চলাকালীন সুহানা খানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দাদা আরিয়ান খান ও বান্ধবীরাও। (ছবি-টুইটার)

4 / 4
যদিও মাঝধে মধ্যেই সুহানাকে একাধিক বন্ধুর সঙ্গে দেখা যায়, কিন্তু কোথাও গিয়ে যেন সেই সেলেব এখনও তাঁর লাভ লাইফ সম্পর্কে স্পষ্ট কোনও ইঙ্গিত দেননি প্রকাশ্যে, এখন দেখার কিং খানের লাডলির মন জয় করেন কে!

যদিও মাঝধে মধ্যেই সুহানাকে একাধিক বন্ধুর সঙ্গে দেখা যায়, কিন্তু কোথাও গিয়ে যেন সেই সেলেব এখনও তাঁর লাভ লাইফ সম্পর্কে স্পষ্ট কোনও ইঙ্গিত দেননি প্রকাশ্যে, এখন দেখার কিং খানের লাডলির মন জয় করেন কে!

Next Photo Gallery