Suhana Khan in IPL: আইপিএলের গ্যালারিতে ঝলমলে শাহরুখকন্যা সুহানা
বাবা কিং খান। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক। ছেলেবেলা থেকেই বাবা শাহরুখ খানের হাত ধরে খেলা দেখতে হাজির থাকতেন আরিয়ান খান ও সুহানা খান। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে আব্রামও। তবে কেকেআরের একাধিক ম্যাচ চলাকালীন গ্যালারিতে নজর কেড়ে নিয়েছেন সুহানা। সেই ছোট্ট সুহানা থেকে বর্তমানে এই সুন্দরী সুহানা ঝলমলে আইপিএলের গ্যালারিতে...