আইপিএলের জনপ্রিয় দল কেকেআরের মালিক শাহরুখ খান। কিং খানের সঙ্গে তাঁর কন্যা সুহানা খানকে একাধিকবার কেকেআরের ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গিয়েছে। (ছবি-টুইটার)
চলতি আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের এক ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়েন সুহানা খান। (ছবি-টুইটার)
প্রীতির পঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইটদের ম্যাচ চলাকালীন সুহানা খানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দাদা আরিয়ান খান ও বান্ধবীরাও। (ছবি-টুইটার)
যদিও মাঝধে মধ্যেই সুহানাকে একাধিক বন্ধুর সঙ্গে দেখা যায়, কিন্তু কোথাও গিয়ে যেন সেই সেলেব এখনও তাঁর লাভ লাইফ সম্পর্কে স্পষ্ট কোনও ইঙ্গিত দেননি প্রকাশ্যে, এখন দেখার কিং খানের লাডলির মন জয় করেন কে!