হঠাৎ করেই ভেঙ্কিকে নিয়ে জোর গুঞ্জন যে, তিনি প্রেম করছেন? আর এই গুঞ্জনে ইন্ধন দিয়েছেন খোদ ভেঙ্কটেশ। ইন্সটাগ্রামে তেলগু অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকর তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন। তাতে ভেঙ্কটেশ কমেন্ট করেন কিউট। প্রিয়াঙ্কা পাল্টা লেখেন, 'কে? তুমি?'
ব্যাস ইন্সটাগ্রামে ওই দুটো কমেন্টের পর থেকে একাধিক ইন্সটা ব্যবহারকারীরা প্রিয়াঙ্কার ছবিতে ভেঙ্কিকে নিয়ে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন। উল্লেখ্য ভেঙ্কটেশ ও প্রিয়াঙ্কা একে অপরকে ইন্সটাগ্রামে ফলোও করেন।
প্রিয়াঙ্কা জাওয়ালকর হলেন পেশায় একজন মডেল ও অভিনেত্রী। তিনি অন্ধ্র প্রদেশের অনন্তপুরে এক মারাঠী পরিবারে জন্মগ্রহণ করেছেন।
২০১৭ সালে কালা ভারাম আয়ে সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন প্রিয়াঙ্কা।
এখনও পর্যন্ত তিনি ৫টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডার বিপরীতে ট্যাক্সিওয়ালা সিনেমাটিও। ইন্সটাগ্রামে প্রিয়াঙ্কার ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।