
সব জল্পনার অবসান! আজ সোমবার চার হাত এক হবে ভারতের জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুল ও অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির। ছবি: ইনস্টাগ্রাম

সুনীল শেট্টির খান্ডালার বাড়িতে বসেছে স্টার কাপলের বিয়ের আসর। ছবি: ইনস্টাগ্রাম

তবে বিয়ের পর তাঁদের জীবন কেমন যাবে? জ্যোতিষবিদ জগন্নাথ গুরুজির কথায়- এই মিলন তাঁদের ভবিষ্যতের জন্য বেশ শুভ। তাঁদের সম্পর্ক দিন দিন আরও মজবুত হবে।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিকটজনদের উপস্থিতিতেই বিয়ে সেরে ফেলবেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম

সূত্রের খবর, বিয়ের আসরে উপস্থিত থাকবেন সলমন খান, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, বিরাট কোহলিরা। ছবি: ইনস্টাগ্রাম

সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ জন। প্রত্যেককে বাংলোর ভিতরে প্রবেশ করার সময় 'Crew' লেখা ব্যান্ড দেওয়া হয়। ছবি: ইনস্টাগ্রাম

বিগত কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন রাহুল-আথিয়া। তাঁদের প্রেম নিয়ে কম জল্পনা হয়নি। ছবি: ইনস্টাগ্রাম

নতুন জীবনের পথ চলার শুরুর ছবি দিয়ে এমনটাই লিখলেন আথিয়া শেট্টি। দীর্ঘদিন ধরেই প্রেম পর্ব চলছিল তাঁদের। কবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন, সেই নিয়েও ছিল নানা গুঞ্জন। অবশেষে চার হাত এক হল।