KL Rahul: স্পোর্টস হার্নিয়ার সার্জারি রাহুলের, আপনার হলে কী করবেন?
সম্প্রতি জার্মানি গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার লোকেশ রাহুল (Lokesh Rahul)। সুস্থ হওয়ার দিকে এগোচ্ছেন। ইনস্টাগ্রামে সেই খবর দিয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন কর্নাটকী ব্যাটার। গত কয়েক সপ্তাহ ধরে যে সমস্যায় যুঝছিলেন রাহুল, সেই স্পোর্টস হার্নিয়ার বিষয়ে আজ জানব।