FIFA World Cup 2022: জার্মানির নতুন হিরো নিক্লাস ফুলক্রুগের সুন্দরী স্ত্রীকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 29, 2022 | 8:15 AM

মাত্র দু'টি ম্যাচের আন্তর্জাতিক কেরিয়ার যে ফুটবলারের তিনি নিশ্চিত বিশ্বকাপে খেলার কথা ভাবেন না। তবে ভেবেছিলেন একজন। তিনি কাতার বিশ্বকাপে এখনও অবধি একটি ম্যাচে খেলেছেন। শুধু খেলেছেন বললে ভুল বলা হবে। তিনিই দলকে শেষ-১৬-তে ওঠার আশা দেখিয়েছেন। সেই একজন আর কেউ নয়, জার্মানির নতুন হিরো নিক্লাস ফুলক্রুগ। আপাতত তাঁকে নিয়ে অনেক খোঁজ খবর হয়েছে। আপনারা তাঁর সুন্দরী স্ত্রীকে কি চেনেন?

1 / 5
মাত্র দু'টি ম্যাচের আন্তর্জাতিক কেরিয়ার যে ফুটবলারের তিনি নিশ্চিত বিশ্বকাপে খেলার কথা ভাবেন না। তবে ভেবেছিলেন একজন। তিনি কাতার বিশ্বকাপে এখনও অবধি একটি ম্যাচে খেলেছেন। শুধু খেলেছেন বললে ভুল বলা হবে। তিনিই দলকে শেষ-১৬-তে ওঠার আশা দেখিয়েছেন। সেই একজন আর কেউ নয়, জার্মানির নতুন হিরো নিক্লাস ফুলক্রুগ (Niclas Fullkrug)। আপাতত তাঁকে নিয়ে অনেক খোঁজ খবর হয়েছে। আপনারা তাঁর সুন্দরী স্ত্রীকে কি চেনেন?

মাত্র দু'টি ম্যাচের আন্তর্জাতিক কেরিয়ার যে ফুটবলারের তিনি নিশ্চিত বিশ্বকাপে খেলার কথা ভাবেন না। তবে ভেবেছিলেন একজন। তিনি কাতার বিশ্বকাপে এখনও অবধি একটি ম্যাচে খেলেছেন। শুধু খেলেছেন বললে ভুল বলা হবে। তিনিই দলকে শেষ-১৬-তে ওঠার আশা দেখিয়েছেন। সেই একজন আর কেউ নয়, জার্মানির নতুন হিরো নিক্লাস ফুলক্রুগ (Niclas Fullkrug)। আপাতত তাঁকে নিয়ে অনেক খোঁজ খবর হয়েছে। আপনারা তাঁর সুন্দরী স্ত্রীকে কি চেনেন?

2 / 5
নিক্লাস ফুলক্রুগের স্ত্রী হলেন লিসা ফুলক্রুগ (Lisa Fullkrug)। তাঁরা ছেলেবেলা থেকেই পরিচিত। ২০১৫ সালে নিক্লাস লিসাকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছর তাঁদের বিয়ে হয়। নিক্লাস ও লিসার একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম এমিলিয়া। তার জন্ম ২০১৯ সালে।

নিক্লাস ফুলক্রুগের স্ত্রী হলেন লিসা ফুলক্রুগ (Lisa Fullkrug)। তাঁরা ছেলেবেলা থেকেই পরিচিত। ২০১৫ সালে নিক্লাস লিসাকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছর তাঁদের বিয়ে হয়। নিক্লাস ও লিসার একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম এমিলিয়া। তার জন্ম ২০১৯ সালে।

3 / 5
একাধিক ফুটবলারের স্ত্রী-বান্ধবীদের মতো লিসাও সোশ্যাল মিডিয়ায় সেই সক্রিয় নন। নিজের ব্যক্তিগত জীবন জনসমক্ষে আনতে খুব একটা পছন্দ করেন না তিনি। তবে স্বামীর ম্যাচ থাকলে, স্টেডিয়ামে হাজির থাকেন লিসা। তাঁর সঙ্গে থাকে খুদে এমিলিয়াও।

একাধিক ফুটবলারের স্ত্রী-বান্ধবীদের মতো লিসাও সোশ্যাল মিডিয়ায় সেই সক্রিয় নন। নিজের ব্যক্তিগত জীবন জনসমক্ষে আনতে খুব একটা পছন্দ করেন না তিনি। তবে স্বামীর ম্যাচ থাকলে, স্টেডিয়ামে হাজির থাকেন লিসা। তাঁর সঙ্গে থাকে খুদে এমিলিয়াও।

4 / 5
২৯ বছর বয়সে জার্মানির জাতীয় দলের হয়ে খেলতে পারবেন, সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে এমনটা স্বপ্নেও ভাবেননি হয়তো নিক্লাস। কাতার বিশ্বকাপের আগে ওমানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক হয় ফুলক্রুগের। সেই সময়ও স্টেডিয়ামে হাজির ছিলেন লিসা।

২৯ বছর বয়সে জার্মানির জাতীয় দলের হয়ে খেলতে পারবেন, সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে এমনটা স্বপ্নেও ভাবেননি হয়তো নিক্লাস। কাতার বিশ্বকাপের আগে ওমানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক হয় ফুলক্রুগের। সেই সময়ও স্টেডিয়ামে হাজির ছিলেন লিসা।

5 / 5
দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করেন নিক্লাস। তা সত্ত্বেও জাপানের বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পাননি তিনি। কেরিয়ারের ভালো ও খারাপ সময়ে সব সময় তিনি পাশে পেয়েছেন তাঁর স্ত্রীকে।

দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করেন নিক্লাস। তা সত্ত্বেও জাপানের বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পাননি তিনি। কেরিয়ারের ভালো ও খারাপ সময়ে সব সময় তিনি পাশে পেয়েছেন তাঁর স্ত্রীকে।

Next Photo Gallery
Cauliflower for health: শীতের দুপুরে ভাতের সঙ্গে ফুলকপির তরকারি, স্বাস্থ্যের জন্য কতটা ভাল?
Alvaro Morata: ম্যাজিক শোয়ে প্রোপোজ, স্প্যানিশ স্ট্রাইকারের মডেল স্ত্রীকে চেনেন?