Rose Day: প্রতিদিন ত্বকের ওপর ব্যবহার করুন গোলাপ জল! তফাৎ নিজেই বুঝতে পারবেন
TV9 Bangla Digital | Edited By: megha
Feb 07, 2022 | 12:05 PM
গোলাপ ফুলের উপকারিতা অনেক। গোলাপের চা পান করলে যেমন শরীরকে সুস্থ রাখা যায় তেমনই গোলাপ জল ত্বকে ব্যবহার করলে আরও কোমল হয়ে ওঠে আপনার ত্বক। ত্বকে গোলাপ জলের অবদান কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন, দেখে নিন...
1 / 6
গোলাপ ফুলের উপকারিতা অনেক। গোলাপের চা পান করলে যেমন শরীরকে সুস্থ রাখা যায় তেমনই গোলাপ জল ত্বকে ব্যবহার করলে আরও কোমল হয়ে ওঠে আপনার ত্বক। ত্বকে গোলাপ জলের অবদান কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন, দেখে নিন...
2 / 6
গোলাপ জল একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট। অর্থাৎ এই গোলাপ জলের মধ্যে কোনও রকম রাসায়নিক পদার্থ থাকে না যা ত্বকের ক্ষতি করতে পারে। আর এই গোলাপ জল যদি বাড়িতে তৈরি করেন তাহলে আরও উপকার পাবেন।
3 / 6
ত্বকে হাইড্রেট রাখলে ত্বকের অর্ধেকের বেশি সমস্যা দূর হয়ে যায়। আর আপনার ত্বককে সহজেই হাইড্রেট করতে সাহায্য করে গোলাপ জল।
4 / 6
আপনি মেকআপ তুলতে
রাসায়নিক পদার্থ যুক্ত মেকআপ রিমুভার ব্যবহার করেন? আজ থেকে গোলাপ জল ব্যবহার করুন। এতে মেকআপও সহজে উঠে যাবে এবং আপনার ত্বকও ভাল থাকে।
5 / 6
তৈলাক্ত ত্বকের কারণে অনেকেই ব্রণর সমস্যার সম্মুখীন হন। এখানেও আপনার পাশে রয়েছে গোলাপ জল। গোলাপ জল শুধু মাত্র ত্বকের তৈলাক্ত ভাব দূর করে না, এর পাশাপাশি ব্রণর কারণে হওয়া ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যাও দূর করে।
6 / 6
আপনি গোলাপ জলকে টোনার হিসাবে নিয়মিত ব্যবহার করতে পারেন। এছাড়া কোনও ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন।