সায়ম কৃষ্ণ দেব
Dec 31, 2024 | 4:41 PM
'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে', কবির এই উক্তি জগতের ধ্রুব সত্য। মানুষ বা প্রাণী রূপে এই ধরাধামে জন্ম নিলে তাঁর মৃত্যু নিশ্চিত। এমনকি যুগে যুগে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে স্বয়ং ঈশ্বরের অবতারদেরও। কিন্তু এই পৃথিবীতেই এমনও এক গ্রাম রয়েছে যেখানে সকলেই অমর। শুনতে গল্পকথার মতো হলেও এটাই সত্যি। তাই জন্যই গোটা বিশ্বে বিখ্যাত এই গ্রাম।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত সারপোরেনেক্সে গ্রাম। এই গ্রাম বাস্তবের অমর গ্রাম। মৃত্যু এই গ্রামকে কখনও ছুঁতে পারে না। কিন্তু কী এমন আছে এই গ্রামে? যে মৃত্যুও ছুঁতে পারে না? কে রক্ষা করেন গ্রামবাসীদের? অমর হওয়ার রহস্যটা কী জানেন?
আসলে গ্রামে আইন করে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে। সারপোরেনেক্সের মেয়র জেরাল্ড লালন আইন করে এই নিদান জারি করেন।
এখানে নিয়ম গ্রামের মধ্যে কারও মৃত্যু নিষিদ্ধ। কেউ যদি মৃত্যু পথযাত্রী হন বা শরীরের অবস্থা খুব খারাপ হয় তাহলে তাঁকে আগেই গ্রামের বাইরে নিয়ে চলে যেতে হবে।
গ্রামের মধ্যেই যদি কোনও ব্যাক্তির মৃত্যু হয়, তবে তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর জন্য শাস্তি ভোগ করতে হয়। এই গ্রামে মরেও শান্তি নেই। মৃত্যুর সময় এলেই তাঁকে বিতারিত করা হয় গ্রাম থেকে।
২০০৮ সালে প্রথম এই আদেশ জারি করা হয়। তারপর থেকে এই গ্রামে আর কারও মৃত্যু হয়নি। কঠোর শাস্তির ভয়ে মৃত্যুর আগেই অসুস্থ ব্যাক্তিকে গ্রাম ছেড়ে অন্যত্র নিয়ে চলে যায় পরিবার পরিজনেরা। ফলে ২০০৮ সালের পরে এই গ্রামে আর কোনও মৃত্যু হয়নি।
কিন্তু কেন এমন নিদান দেওয়া হয়েছে? আসলে এ গ্রামে কোনও মৃত ব্যক্তিকে সমাধি দেওয়া জায়গা নেই। সব সমাধিক্ষেত্র ভর্তি হয়ে গিয়েছে। তাই এই গ্রামে মৃত্যুকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
মৃত ব্যক্তিকে বাড়িতে আনার নিয়মও নেই। ২৮০ পরিবারের বাস ছোট্ট এই গ্রামে। তারা এই নিয়ম মেনে চলতে বাধ্য। নইলে ঝুলছে কড়া শাস্তির খাঁড়া! নতুন বছরে অনেক জায়গাতেই তো যাবেন। কিন্তু প্রকৃতির কোলে এই আজব গ্রাম থেকে একবার ঘুরে আসবেন নাকি?