Controversy: সলমনের হাতে মার খাওয়া থেকে বি গ্রেড ছবিতে অভিনয়ের ক্ষোভ, বিতর্কে যখন ক্যাট

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 16, 2022 | 3:11 PM

Katrina Kaif: কখনও সামনে উঠে আসে প্লাস্টিক সার্জারি করে রূপ বদলের প্রসঙ্গ, কখনও আবার বলিউড কেরিয়ারে নিজের অস্তিত্ব হারানোর প্রসঙ্গ।

1 / 6
একাধিক সমালোচনার মুখে বারে বারে পড়েছেন ক্যাটরিনা কইফ। কখনও কেরিয়ারে শুরুর ছবি নির্মান, কখনও আবার সম্পর্ক ঘিরে জল্পনা। ক্যাটের হিন্দি বলা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্নের ঝড়।

একাধিক সমালোচনার মুখে বারে বারে পড়েছেন ক্যাটরিনা কইফ। কখনও কেরিয়ারে শুরুর ছবি নির্মান, কখনও আবার সম্পর্ক ঘিরে জল্পনা। ক্যাটের হিন্দি বলা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্নের ঝড়।

2 / 6
ক্যাটরিনা কইফ বলিউডে পা রাখা মাত্রই বিতর্কের শিকার হয়েছিলেন। কারণ ছিল তাঁর হিন্দি উচ্চারণ। স্পষ্ট করে হিন্দি বলতে না কি বেজায় কষ্ট ক্যাটের। তাহলে কেন ছবিতে নেওয়া, নিন্দুকের নিশানায় ছিলেন বার্থডে গার্ল।

ক্যাটরিনা কইফ বলিউডে পা রাখা মাত্রই বিতর্কের শিকার হয়েছিলেন। কারণ ছিল তাঁর হিন্দি উচ্চারণ। স্পষ্ট করে হিন্দি বলতে না কি বেজায় কষ্ট ক্যাটের। তাহলে কেন ছবিতে নেওয়া, নিন্দুকের নিশানায় ছিলেন বার্থডে গার্ল।

3 / 6
সলমন খানের হাত ধরেই ক্যাটরিনা কইফ পা রেখেছিলেন বলিউডে। তবে থেকেই তাঁর ও সলমনের সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা, একবার প্রকাশ্যেই ক্যাটের গায়ে হাত তুলতেও দেখা যায় সলমনকে।

সলমন খানের হাত ধরেই ক্যাটরিনা কইফ পা রেখেছিলেন বলিউডে। তবে থেকেই তাঁর ও সলমনের সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা, একবার প্রকাশ্যেই ক্যাটের গায়ে হাত তুলতেও দেখা যায় সলমনকে।

4 / 6
কেরিয়ারে মস্ত ভুল করেছিলেন তিনি। গুলশান গ্রোভারের সঙ্গে ছবি করে রীতিমত আফসোস করেছিলেন তিনি। ছবি জুড়ে থাকা একাধিক খোলামেলা দৃশ্য থাকার ফলে রীতিমত চর্চিত হয়েছিলেন তিনি। মিলছিল না প্রথম সারির ছবি।

কেরিয়ারে মস্ত ভুল করেছিলেন তিনি। গুলশান গ্রোভারের সঙ্গে ছবি করে রীতিমত আফসোস করেছিলেন তিনি। ছবি জুড়ে থাকা একাধিক খোলামেলা দৃশ্য থাকার ফলে রীতিমত চর্চিত হয়েছিলেন তিনি। মিলছিল না প্রথম সারির ছবি।

5 / 6
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়েও একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ক্যাটরিনা কইফকে। রীতিমত ভাইরাল হয়েছিল ক্যাটের পরিস্থিতি, প্রেমকাহিনি, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হতে শুরু করে।

রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়েও একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ক্যাটরিনা কইফকে। রীতিমত ভাইরাল হয়েছিল ক্যাটের পরিস্থিতি, প্রেমকাহিনি, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হতে শুরু করে।

6 / 6
তবে তাঁদের সম্প্রতি ডাক্তারের কাছে যেতে নেটিজ়েনরা দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন। সেই সূত্রেই এবার ভাইরাল করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সত্যি কি তবে মা হতে চলেছেন তিনি! আপাতত এর কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

তবে তাঁদের সম্প্রতি ডাক্তারের কাছে যেতে নেটিজ়েনরা দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন। সেই সূত্রেই এবার ভাইরাল করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সত্যি কি তবে মা হতে চলেছেন তিনি! আপাতত এর কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

Next Photo Gallery