
ব্যাকরণ মানা সুন্দরী বিদ্যাকে দেখে বোঝাই যায় না যে তার বয়স চল্লিশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বছর তিনেক আগেই। এখনো বিদ্যাকে মধ্য তিরিশ বলে চালিয়ে দেওয়া যায়।

বিদ্যা যেখানেই যান না কেন, তার ব্যাগে সব সময় একটি ময়েশ্চারাইজারের বোতল ও একটি হ্যান্ডক্রিম থাকে। সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে তিনি ময়েশ্চারাইজার ও হ্যান্ড ক্রিম ব্যবহার করতে থাকেন।

বিদ্যা ব্যবহার করেন জুঁই ফুলের সাবান, যা একেবারেই প্রাকৃতিক। তার সঙ্গে ময়েশ্চারাইজারের ব্যবহার তো আছেই।

সে একবার বা দুই মাসে একবার নিজের ত্বক ভাল করে পরিষ্কার করেন তিনি।

কোনো প্রোডাক্ট নয়, এমনকী কোনো ঘরোয়া টোটকাও নয়, বিদ্যা বিশ্বাস করেন যে ভাল ত্বকের আসল রহস্য লুকিয়ে আছে ভাল ঘুম আর জল পানের উপর।

সপ্তাহে এক বা দুইবার চুলে তেল ম্যাসাজ করান তিনি। যেহেতু প্রাকৃতিক সম্পদে বিশ্বাস করেন নায়িকা তাই তিনি আয়ুর্বেদিক স্পা করান।