Photo Gallery: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাতনি ‘মিস ওয়ার্ল্ড জাপান’, চিনে নিন এই দীর্ঘাঙ্গী সুন্দরীকে

Gallery: ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন প্রফুল্ল ঘোষ। সেই প্রফুল্ল ঘোষের প্রপৌত্রী প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া।

| Edited By: সোমনাথ মিত্র

Aug 16, 2023 | 2:13 PM

1 / 7
প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া মিস ওয়ার্ল্ড জাপান। দীর্ঘাঙ্গী এই সুন্দরীর জন্ম টোকিওতে। আধা ভারতীয় তিনি। সবথেকে বড় কথা তিনি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য।

প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া মিস ওয়ার্ল্ড জাপান। দীর্ঘাঙ্গী এই সুন্দরীর জন্ম টোকিওতে। আধা ভারতীয় তিনি। সবথেকে বড় কথা তিনি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য।

2 / 7
প্রিয়াঙ্কার ইয়োশিকাওয়া পদবীর সঙ্গে রয়েছে ঘোষও। তাঁর মা জাপানি, তবে বাবা বাঙালি। প্রিয়াঙ্কা শুধু বাঙালি পরিবারের মেয়েই নন। তাঁর শরীরে বইছে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর রক্তের যোগ।

প্রিয়াঙ্কার ইয়োশিকাওয়া পদবীর সঙ্গে রয়েছে ঘোষও। তাঁর মা জাপানি, তবে বাবা বাঙালি। প্রিয়াঙ্কা শুধু বাঙালি পরিবারের মেয়েই নন। তাঁর শরীরে বইছে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর রক্তের যোগ।

3 / 7
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন প্রফুল্ল ঘোষ। সেই প্রফুল্ল ঘোষের প্রপৌত্রী তিনি। কলকাতাতেও থেকেছেন একটা সময়। প্রফুল্ল ঘোষের ভাইপোর ছেলে অরুণ ঘোষ।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন প্রফুল্ল ঘোষ। সেই প্রফুল্ল ঘোষের প্রপৌত্রী তিনি। কলকাতাতেও থেকেছেন একটা সময়। প্রফুল্ল ঘোষের ভাইপোর ছেলে অরুণ ঘোষ।

4 / 7
১৯৮৫ সালে জাপানে যান অরুণ ঘোষ। সেখানেই জাপানি বান্ধবী নাওকোকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ১৯৯৪ সালে ঘোষ পরিবারে জন্ম হয় প্রিয়াঙ্কার।

১৯৮৫ সালে জাপানে যান অরুণ ঘোষ। সেখানেই জাপানি বান্ধবী নাওকোকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ১৯৯৪ সালে ঘোষ পরিবারে জন্ম হয় প্রিয়াঙ্কার।

5 / 7
১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। যেহেতু তাঁর নামের সঙ্গে পদবী ঘোষ। জাপানে তাঁকে 'হাফু' বা সংকর বলে বিদ্রুপও সইতে হয়েছে। 'মিস ওয়ার্ল্ড জাপান' খেতাব পাওয়ার পর অনেকে বলেছিলেন একজন খাঁটি জাপানিরই এই শিরোপা প্রাপ্য।

১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। যেহেতু তাঁর নামের সঙ্গে পদবী ঘোষ। জাপানে তাঁকে 'হাফু' বা সংকর বলে বিদ্রুপও সইতে হয়েছে। 'মিস ওয়ার্ল্ড জাপান' খেতাব পাওয়ার পর অনেকে বলেছিলেন একজন খাঁটি জাপানিরই এই শিরোপা প্রাপ্য।

6 / 7
মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে মেডিক্যাল মিশনেও যোগ দিয়েছেন তিনি। কিক-বক্সিংয়েও বেশ তুখড় প্রিয়াঙ্কা। জংলি হাতি প্রশিক্ষণ দেওয়ার লাইসেন্স রয়েছে এই কন্যার।

মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে মেডিক্যাল মিশনেও যোগ দিয়েছেন তিনি। কিক-বক্সিংয়েও বেশ তুখড় প্রিয়াঙ্কা। জংলি হাতি প্রশিক্ষণ দেওয়ার লাইসেন্স রয়েছে এই কন্যার।

7 / 7
বাঙালির রবীন্দ্রনাথ, সত্যজিতের সঙ্গে ভালই পরিচয় প্রিয়াঙ্কার। ফুচকা খেতে ভালবাসেন। মিষ্টিও পছন্দ তাঁর। পরিচিতি হিসাবে বাঙালি পরিচয় বেশ ভাল লাগে প্রিয়াঙ্কার। বাবা ভারতীয় বলে গর্ব হয়, একাধিক ইন্টারভিউতে জানিয়েছেন তিনি।

বাঙালির রবীন্দ্রনাথ, সত্যজিতের সঙ্গে ভালই পরিচয় প্রিয়াঙ্কার। ফুচকা খেতে ভালবাসেন। মিষ্টিও পছন্দ তাঁর। পরিচিতি হিসাবে বাঙালি পরিচয় বেশ ভাল লাগে প্রিয়াঙ্কার। বাবা ভারতীয় বলে গর্ব হয়, একাধিক ইন্টারভিউতে জানিয়েছেন তিনি।