Payel Sarkar: রাজ থেকে আবির… প্রেম টেকেনি কারও সঙ্গেই, ৪০-এও প্রেমিক খুঁজছেন পায়েল

Payel Sarkar: উইকিপিডিয়া বলছে, বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই, যদিও আজও সিঙ্গল অভিনেত্রী পায়েল সরকার। কাজের পরিধিও কমেছে বেশ অনেকটাই। একদা লিড অভিনেত্রীর জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও কেন টিকল না একটাও সম্পর্ক? কেনই বা প্রেম ভাঙে আবিরের সঙ্গেও?

| Edited By: | Updated on: Mar 28, 2023 | 3:39 PM
উইকিপিডিয়া বলছে, বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই, যদিও আজও সিঙ্গল অভিনেত্রী পায়েল সরকার। কাজের পরিধিও কমেছে বেশ অনেকটাই। একদা লিড অভিনেত্রীর জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও কেন টিকল না একটাও সম্পর্ক? কেনই বা প্রেম ভাঙে আবিরের সঙ্গেও?

উইকিপিডিয়া বলছে, বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই, যদিও আজও সিঙ্গল অভিনেত্রী পায়েল সরকার। কাজের পরিধিও কমেছে বেশ অনেকটাই। একদা লিড অভিনেত্রীর জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও কেন টিকল না একটাও সম্পর্ক? কেনই বা প্রেম ভাঙে আবিরের সঙ্গেও?

1 / 8
আবির সেনগুপ্ত-- পেশায় পরিচালক। তাঁর প্রথম ছবি 'যমের রাজা দিল বর'। ওই ছবিতেই নায়িকা ছিলেন পায়েল।

আবির সেনগুপ্ত-- পেশায় পরিচালক। তাঁর প্রথম ছবি 'যমের রাজা দিল বর'। ওই ছবিতেই নায়িকা ছিলেন পায়েল।

2 / 8
না ছবি চলাকালীন প্রেম হয়নি বরং ছবির প্রচারে দুজন দুজনকে মন দিয়ে বসেন ।

না ছবি চলাকালীন প্রেম হয়নি বরং ছবির প্রচারে দুজন দুজনকে মন দিয়ে বসেন ।

3 / 8
প্রথম দিকে প্রেম লুকিয়ে রাখলেও পরবর্তীতে প্রেমের কথা স্বীকার করেন দুজনেই। আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুজনের ছবিই। শোনা গিয়েছিল তাঁরা নাকি বিয়েও করবেন।

প্রথম দিকে প্রেম লুকিয়ে রাখলেও পরবর্তীতে প্রেমের কথা স্বীকার করেন দুজনেই। আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুজনের ছবিই। শোনা গিয়েছিল তাঁরা নাকি বিয়েও করবেন।

4 / 8
কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এই মুহূর্তে আবির থাকেন মুম্বইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ-ছবিতে কাজ করছেন তিনি। গুঞ্জন বলে, 'যমের রাজা...' ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় সম্পর্ক। ছিল মতের অমিলও।

কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এই মুহূর্তে আবির থাকেন মুম্বইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ-ছবিতে কাজ করছেন তিনি। গুঞ্জন বলে, 'যমের রাজা...' ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় সম্পর্ক। ছিল মতের অমিলও।

5 / 8
আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন পায়েল। কিন্তু সেই প্রেম টেকেনি। সেই প্রেমের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি রাজ বা পায়েল, তবে এ ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।

আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন পায়েল। কিন্তু সেই প্রেম টেকেনি। সেই প্রেমের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি রাজ বা পায়েল, তবে এ ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।

6 / 8
এখন নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন পায়েল। এক রিয়ালিটি শো'য়ে এসে একবার সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার।

এখন নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন পায়েল। এক রিয়ালিটি শো'য়ে এসে একবার সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার।

7 / 8
ভালবেসেছেন, কাছে টেনেছেন,কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। পায়েলের অনুরাগীরাও চান তাই পায়েল যেন সুখী হন, আরও যেন এগোক তাঁর কাজ।

ভালবেসেছেন, কাছে টেনেছেন,কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। পায়েলের অনুরাগীরাও চান তাই পায়েল যেন সুখী হন, আরও যেন এগোক তাঁর কাজ।

8 / 8
Follow Us: