
এমন কিছু কিছু প্রসাধনী পণ্য রয়েছে, যার কোনও বিকল্প হয় না। এমনই একটি উপাদান হল গোলাপ জল। ত্বক যেমনই হোক গোলাপ জল আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। কিন্তু গোলাপ জল কখন ব্যবহার করলে ভাল ফল পাবেন, তা কি জানেন?

গরমকালের সেরা প্রসাধনী পণ্যগুলির মধ্যে একটি হল গোলাপ জল। বিশেষত তৈলাক্ত ত্বকের যত্নে এই উপাদানটির কোনও তুলনা হয় না। ত্বককে পরিষ্কার রাখতে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন গোলাপ জল।

রাতে ঘুমোতে যাওয়ার আগে গোলাপ জল ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। অন্তত এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। রাতে ত্বক 'হিল' হওয়ার অনেকটা সময় পায়। দূষণ থেকে দূরে থাকে ত্বক। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করুন গোলাপ জলকে।

তবে এমন নয় যে আপনি দিনের আলোয় গোলাপ জল ব্যবহার করতে পারবেন না। গরমে ত্বকের পরিচর্চা করার সময় তুলোর বলে গোলাপ জল নিয়ে মুখে লাগিয়ে নিন। এতে ত্বকের মধ্যে সতেজতা পাবেন আর ত্বক শীতল হবে।

এছাড়াও আপনি ফেসপ্যাকে গোলাপ জল মিশিয়ে ত্বকের ওপর ব্যবহার করতে পারেন। এতেও অনেক উপকার পাবেন ত্বকের। এতে ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে। এর পাশাপাশি ব্রণর সমস্যাও কমে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে।

তবে দিনে দু' বারের বেশি গোলাপ জল ব্যবহার করবেন না। স্কিন কেয়ার রুটিনে গোলাপ জল অবশ্যই রাখুন। একবার সকালে ব্যবহার করুন আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে লাগিয়ে নিন গোলাপ জল। এতেই কাজ হবে।