TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 28, 2021 | 8:22 PM
নিয়মিত ঠান্ডা লাগার সমস্যা থাকলে অবশ্যই খান কালমেঘের জল। ১৫ দিন অন্তর খান। কালমেঘের ছোট ডাল ভিজিয়ে রাখুন। এবার ছেঁকে খেয়ে নিলেই হবে।
বাতের ব্যথায় ভুগছেন? রোজ খান কালমেঘের জল, এক সপ্তাহেই দেখুন পরিবর্তন।
যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁরা যদি প্রতিদিন কালমেঘ ভেজানো জল খান তাহলে উপকার পাবেন। ভেতর থেকে বাড়বে ইমিউনিটি
হজমের সমস্যায় খুব ভাল কাজে দেয় কিন্তু এই কালমেঘের জল। এমনকী যাঁদের লিভারের সমস্যা রয়েছে তাঁরাও খেতে পারেন।
কৃমি হয়েছে? নিয়ম মেনে এক সপ্তাহ খান কালমেঘের জল। সমস্যা থেকে মিলবে মুক্তি। সঙ্গে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতেও ভুলবেন না।