Bachchan Family Property: ৫০০০ কোটি টাকার সম্পত্তি বচ্চনদের; কার খাতে কত টাকা?
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Nov 25, 2023 | 2:14 PM
Who Is The Richest Bachchan: বলিউডের তারকাদের সম্পত্তি কার কত, তা নিয়ে চিরকালই কৌতূহল থাকে আমজনতার মনে। বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁদের মধ্যে কে সবচেয়ে ধনী, কার খাতে সবচেয়ে কম রোজগার, জানা গেল সম্প্রতি। ৫০ কোটি টাকার সম্পত্তিই বা কমল কেন অমিতাভের? কীসের জন্য হাতছাড়া হল বাংলো প্রতীক্ষা?
1 / 8
বলিউডের তারকাদের সম্পত্তি কার কত, তা নিয়ে চিরকালই কৌতূহল থাকে আমজনতার মনে। বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁদের মধ্যে কে সবচেয়ে ধনী, কার খাতে সবচেয়ে কম রোজগার, জানা গেল সম্প্রতি।
2 / 8
অমিতাভ বচ্চন–৩১১০ কোটি টাকা: এ বছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। ৫০ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে।
3 / 8
জয়া বচ্চন–১০৮৩ কোটি টাকা: রাজ্য সভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পত্তির তালিকায় ১০০০ কোটি টাকা লিখেছিলেন জয়া। কিন্তু সেটা ২০১৮ সালের কথা। ৫ বছরে সম্পত্তির হিসেবে বেড়েছে।
4 / 8
ঐশ্বর্য রাই বচ্চন–৮২৮ কোটি টাকা: তাঁর ননদ শ্বেতা বচ্চন নন্দার থেকে প্রায় ৫৯০ শতাংশ বেশি সম্পত্তির মালিক ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্নমের 'পোন্নিইন সেলভান' ছবিতে অভিনয় করার পর সম্পত্তি বেড়েছে বিশ্বসুন্দরীর। পারিশ্রমিকও বেড়েছে তাঁর।
5 / 8
অভিষেক বচ্চন–২৮০ কোটি টাকা: স্ত্রী ঐশ্বর্যর থেকে অনেকটাই কম অর্থ উপার্জন করেছেন অভিষেক। তাঁর সম্পত্তির মূল্যও স্ত্রীর চেয়ে অনেকটাই কম। তবে তাঁরও সম্পত্তি ননদ শ্বেতার চেয়ে বেশি।
6 / 8
শ্বেতা বচ্চন নন্দা–১১০ কোটি টাকা: দীপাবলির দিন তাঁর বাবা অমিতাভ বচ্চন ৫০ কোটি টাকার সম্পত্তি উপহার দিয়েছেন শ্বেতাকে। কিন্তু তাতেও তাঁর সম্পত্তি বাড়েনি।
7 / 8
আগস্থ নন্দা–১-২ কোটি টাকা: শ্বেতা বচ্চন নন্দার পুত্র আগস্থর সম্পত্তি সবচেয়ে কম। মাত্র ১ থেকে ২ কোটি টাকা আছে তাঁর কাছে। বলিউডে সদ্য অভিনয় করতে শুরু করেছেন আগস্থ। জ়োয়া আখতারের ছবি 'দ্যা আর্চিজ়'-এ ডেবিউ করেছেন তিনি। শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন সর্বত্র।
8 / 8
নব্যা নভেলি নন্দা–১৬ কোটি টাকা: অভিতাভের নাতনি নব্যা নভেলি নন্দাও তাঁর মায়ের মতো অভিনয় করবেন না। তিনি ব্যবসায়ী। মহিলাদের উত্থানের জন্য অনেক কাজ করেন নব্যা। তাঁর সম্পত্তি রয়েছে ১৬ কোটি টাকার।