
মেকআপ করা প্রায় প্রতিটি নারীর শখ। এটি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আর চোখে কাজল লাগানো মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই কাজল লাগানোর ফলে চোখ সাধারণত খুব সুন্দর ও বড় দেখায়।

আজকাল বাজারে অনেক ধরনের কাজল পাওয়া গেলেও এতে রাসায়নিকের পরিমাণ বেশি হতে পারে যা চোখে অ্যালার্জি ও শুষ্ক চোখের ঝুঁকি তৈরি করে।

কাজলে পারদ, সীসা এবং প্যারাবেনের মতো উপাদান ব্যবহার করা হয়, যা চোখে কনজাংটিভাইটিসের সমস্যা তৈরি করতে পারে। প্রতিদিন কাজল লাগালে চোখের অ্যালার্জি, কর্নিয়ার আলসার এবং চোখ লাল হয়ে চোখে অস্বস্তি হতে পারে।

শুধু তাই নয়, চোখের ভিতরে ফুলে যাওয়ার আশঙ্কাও থাকে এর ফলে।

এই সমস্ত কারণের জন্যই বাড়িতে কাজল তৈরি করে সেটা ব্যবহার করা বেশি উপকারি। কারণ এতে কোনওরকম শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে না।