নিজেকে কেমন লাগছে দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলের বাড়িতেই ছোট হোক বা বড় একটা আয়না থাকবেই। আর পাঁচটা জিনিসের মতোই এটিও প্রতিদিনের অবিচ্ছেদ্য একটা অংশ।
অনেকে আবার দীর্ঘক্ষণ আয়নার সামনে কাটাতেও ভালবাসেন। কেউ আয়না ঢেকে রাখলেও শতকরা ৯০ ভাগ বাড়িতেই আয়না খোলাই থাকে। কিন্তু আয়না খোলা রাখাটা কি আদৌ ভাল?
বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে আয়না সব সময় খুলে রেখে দেওয়াটা কিন্তু মোটে ভাল অভ্যাস নয়। রাতে আয়না খোলা রাখলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি ইতিবাচক বজায় থাকে জীবনে, জানেন?
বাস্তু শাস্ত্র মতে বিশ্বাস রাতে ঘুমোনোর আগে সব সময় কিছু দিয়ে আয়না ঢেকে দেওয়া উচিত। রাতে কখনও আয়না খোলা রাখা উচিত নয়।
বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আয়না এতটাই শক্তিশালী জিনিস যে, এই বস্তুটি ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের শক্তিকেই আকর্ষণ করতে পারে।
বাস্তু মতে শোওয়ার ঘরে আয়না রাখতে বারণ করা হয়। একান্তই যদি সেখানে আয়না থাকে তাহলে বিছানার সামনে রাখা উচিত নয়। মনে করা হয়, তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠে যা দেখবেন তা অশুভ হতে পারে।
ঘুম থেকে উঠে প্রথম ঈশ্বরের নাম স্মরণ করা উচিত। তারপরে বাবা-মা কে মনে মনে প্রণাম করতে হবে। বাস্তু বলছে বিছানার সামনে আয়না থাকলে স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ হয় বা স্বাস্থ্যের অবনতি হতে পারে।
ঘুমোনোর সময় যদি আপনার মুখের সামনে আয়না খোলা থাকে তাহলে ইতিবাচক বা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। যা আপনার মনকে চঞ্চল করে, ঘুমে ব্যঘাত ঘটাতে পারে। আপনার স্বপ্নেও প্রভাব ফেলতে পারে।