Remedies of Aparajita: নীল রঙ খুব শুভ! ভাগ্যের চাকা ঘোরাতে বাড়িতে কেন লাগাবেন জনপ্রিয় বিষ্ণুকান্ত ফুল?
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 09, 2023 | 3:51 PM
Aparajita Flower: হিন্দু ধর্মে বহু পরিচিত গাছ-গাছালির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসব জনপ্রিয় গাছের মধ্যে নীল অপরাজিতা ফুল অন্যতম। জ্যোতিষশাস্ত্র অনুসারে অরাজিতা নীল ফুলের প্রতিকারের কথা উল্লেখ করা হয়েছে।
1 / 11
জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি আয়ুর্বেদেও এই ফুলের ব্যবহার করা হয়েছে। জ্যোতিষমতে,অপরাজিতা ফুলের কিছু প্রতিকার করলে সব ধরনের সমস্যা দূর হয়ে যায়। পাশাপাশি সব ইচ্ছাও পূরণ হয়। অপরাজিতা ফুলের কিছু সহজ প্রতিকার মেনে চললে জীবনে সমৃদ্ধি বে আনতে পারে।
2 / 11
হিন্দু ধর্ম অনুসারে, ভগবান বিষ্ণু ও ভগবান শিব অপরাজিতা ফুল খুব পছন্দ করেন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে অপরাজিতা ফুল অর্পন করে পুজো করুন। তাতে সমস্ত কষ্ট দূর হবে। আর্থিক সংকট এড়াতে সোমবার উপবাস করে শিবলিঙ্গের পুজো করে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন। এরপর রুদ্রাক্ষের জপমালা দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
3 / 11
অপরাজিতা ফুল তুলে আলমারির যেখানে সম্পদ নিরাপদে রেখে দিয়েছেন, সেখানের রেখে দিলে, মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয়। এই প্রতিকারে অর্থের যেমন অভাব হয় না, তেমনি অর্থনৈতিক অবস্থাও মজবুত থাকে।
4 / 11
বিশ্বাস করা হয় যে বাড়িতে অপরাজিতা গাছ লাগালে শ্রী হরি ও ভগবান শিবের কৃপা বজায় থাকে। বৃহস্পতি বা শুক্রবার বাড়িতে অপরাজিতা গাছ লাগান, এতে ধন ও শস্যের কখনও অভাব থাকে না। বিশ্বাস করা হয় যে এই গাছটি বাড়িতে সঠিক দিকে লাগালে কোনও সমস্যা হয় না। স্বাস্থ্যও ঠিক থাকে।
5 / 11
বার বার ঋণগ্রস্ত হলে সোমবার বা শনিবার প্রবাহিত জলে তিনটি অপরাজিতা ফুল ফেলে দিন। এই প্রতিকারে পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। ঋণের বোঝাও হালকা হয়ে যায়।
6 / 11
রঙিন ফুল সবসময় মুগ্ধ করে। পুজো পাঠেও এই ফুল বিশেষভাবে ব্যবহৃত হয়। অনেকেই জানেন যে এমন একটি ফুল আছে যা দেব-দেবীদের কাছে যেমন প্রিয়, তেমনি জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব রয়েছে অপরিসীম। এই ফুল নিবেদন করলে উক্ত ব্যক্তির জীবনে উন্নতির দরজা খুলে যায় বলে মনে করা হয়।
7 / 11
অপরাজিতা ফুল হিন্দু শাস্ত্রে বিষ্ণুকান্ত নামেও পরিচিত, এছাড়া একে নীলা অপরাজিতাও বলা হয়। তান্ত্রিকরাও এই ফুলকে অত্যন্ত অলৌকিক ফুল বলে মনে করেন।
8 / 11
যদি কোনও ব্যক্তির বার বার অর্থের সমস্যা থাকে, হাতে একেবারে টাকা না থাকে তাহলে নীল অপরাজিতা খুব উপকারী। সোমবার নীল অপরাজিতা ফুল নিয়ে প্রবাহিত নদীতে প্রবাহিত করুন। তাতে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি হনুমানজির চরণে অপরাজিতা ফুল অর্পণ করলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
9 / 11
যদি বিশেষ ইচ্ছা থাকে, তবে দেবী দুর্গা, ভগবান শিব ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করা ভালো। ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। কারওর বিয়েতে বারবার বাধা আসে, নির্জন জায়গায় কাঠ দিয়ে মাটি খুঁড়ে নীল ফুল টিপে দিন। দাম্পত্য জীবনের বাধা হ্রাস করে।
10 / 11
যদি ব্যবসা সংক্রান্ত কোনও সমস্যায় পড়েন তাহলে পাঁচ টুকরো ফটকিরি ও ছয়টি নীল অপরাজিতা ফুল একসঙ্গে বেঁধে কোমরের মধ্যে আটকে রাখুন। নবমীর দিন দেবী দুর্গাকে এই সমস্ত জিনিস নিবেদন করুন। প্রবাহিত জলে নীল ফুল রাখুন। ফটকিরির টুকরোগুলি সাবধানে নিজের কাছে রেখে দিন, সাফল্য আসবেই।
11 / 11
যদি চরম দারিদ্র্যের সম্মুখীন হন, তাহলে মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে নীল রঙের ফুল অর্পণ করুন। পাশাপাশি উপবাস রাখুন। কাউকে মিথ্যা কথা বলবেন না, তেলেভাজা খাবার খাবেন না, উপবাস রাখতে না পারলেও সেদিন পেঁয়াজ, রসুন ও ভাত স্পর্শ করবেন না।