
২৪ নভেম্বর ১৯৩১ সালে কোচবিহারে মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন রবি ঘোষ। পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি।

১৯৪৯ সালে সাউথ সাবার্বান মেন স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। বিজ্ঞান বিভাগে ইন্টারপাশ করে তিনি ভর্তি আশুতোষ কলেজ। তবে জীবনে অভিনেতা নয়, বডিবিল্ডার হতে চেয়েছিলেন তিনি।

১৯৫৯ সালে 'আহবান' এর মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ। তারপর নজর কাড়েন 'গল্প হলেও সত্যি' সিনেমায় ধনঞ্জয়ের চরিত্রের মধ্য দিয়ে। তারপর একের পর এক সিনেমায় কাজ করেছেন তিনি।

ভয়ঙ্কর ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ ছিলেন রবি ঘোষ। প্রয়োজনের বাইরে একটি কথাও তিনি বলতেন না। রাশভারী গোছের মানুষ ছিলেন।

তবে অভিনয় জগতে ‘সিন স্টিলার’ ছিলেন তিনি। দৃশ্য চুরি করে নিতে পারতেন অনায়াসেই।

রবি ঘোষ এমন একজন ব্যক্তিত্ব, যিনি খেতে খেতে খুব ভাল কথা বলতে পারেন। প্রিয় খাবার ছিল লুচি আর পাঁঠার মাংস।