Worship Lord Shiva: মহাদেব ছাড়া সব পুজো অসম্পূর্ণ! শিবলিঙ্গের আসল রহস্য জানুন

Sawan Month 2023: মহাদেবকে বলা হয় জনগণের দেবতা। হিন্দুধর্ম মতে, অল্পতেই সন্তুষ্ট হোন মহাদেব। তা সে পাতা, ফুল, ফল বা অঞ্জুলি বা জলের পাত্রই হোক না কেন।

| Edited By: দীপ্তা দাস

Jul 21, 2023 | 4:47 PM

1 / 11
 ধ্যনমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসেবে হিন্দু ধর্মে গণ্য় করা হয়। হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গেই শিবপুজো করা হয়। শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুণ্য়লাভ করেন ভক্তরা।

ধ্যনমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসেবে হিন্দু ধর্মে গণ্য় করা হয়। হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গেই শিবপুজো করা হয়। শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুণ্য়লাভ করেন ভক্তরা।

2 / 11
শিবলিঙ্গ কথার অর্থ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মার সত্ত্বার একটি প্রতীকচিহ্ন। শিবলিঙ্গের উপরে ৩টি সাদা তিলক রেখা থাকতে দেখা যায়, তাকে ত্রিপুণ্ড্র বলা হয়।

শিবলিঙ্গ কথার অর্থ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মার সত্ত্বার একটি প্রতীকচিহ্ন। শিবলিঙ্গের উপরে ৩টি সাদা তিলক রেখা থাকতে দেখা যায়, তাকে ত্রিপুণ্ড্র বলা হয়।

3 / 11
সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত, সকলের নিচের অংশকে ব্রহ্ম পিঠ বলা হয়, মাঝখানের অংশকে বিষ্ণুপিঠ ও সবার উপরের অংশকে বলা হয় শিব পিঠ।

সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত, সকলের নিচের অংশকে ব্রহ্ম পিঠ বলা হয়, মাঝখানের অংশকে বিষ্ণুপিঠ ও সবার উপরের অংশকে বলা হয় শিব পিঠ।

4 / 11
দেবাদিদেব মহাদেবকে পঞ্চমুখও বলা হয়। কারণ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ এই পাঁচটি উপাদান হল শিবের পাঁচটি মুখ। যোগশাস্ত্রে লাল, হলুদ, সাদা, গাঢ় ও কালো এই পাঁচটি উপাদানের রং বর্ণনা করা হয়েছে।

দেবাদিদেব মহাদেবকে পঞ্চমুখও বলা হয়। কারণ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ এই পাঁচটি উপাদান হল শিবের পাঁচটি মুখ। যোগশাস্ত্রে লাল, হলুদ, সাদা, গাঢ় ও কালো এই পাঁচটি উপাদানের রং বর্ণনা করা হয়েছে।

5 / 11
আশুতোষ শিব জনগণের ঈশ্বর। আশুতোষের অর্থ হল ঈশ্বর যিনি দ্রুত সন্তুষ্ট হন। কোথাও মানবমূর্তি, কোথাও মন্দিরের ভেতরে শিবলিঙ্গ দেখা যায়। এছাড়া লিঙ্গের আকারেও ভোলেবাবাকে দেখা যায় প্রাচীন থেকে নতুন মন্দিরে, নদীর ধারে, গাছের নিচে, খামারে বা রাস্তার ধারে।

আশুতোষ শিব জনগণের ঈশ্বর। আশুতোষের অর্থ হল ঈশ্বর যিনি দ্রুত সন্তুষ্ট হন। কোথাও মানবমূর্তি, কোথাও মন্দিরের ভেতরে শিবলিঙ্গ দেখা যায়। এছাড়া লিঙ্গের আকারেও ভোলেবাবাকে দেখা যায় প্রাচীন থেকে নতুন মন্দিরে, নদীর ধারে, গাছের নিচে, খামারে বা রাস্তার ধারে।

6 / 11
তাই মহাদেবকে বলা হয় জনগণের দেবতা। হিন্দুধর্ম মতে, অল্পতেই সন্তুষ্ট হোন মহাদেব। তা সে পাতা, ফুল, ফল বা অঞ্জুলি বা জলের পাত্রই হোক না কেন।

তাই মহাদেবকে বলা হয় জনগণের দেবতা। হিন্দুধর্ম মতে, অল্পতেই সন্তুষ্ট হোন মহাদেব। তা সে পাতা, ফুল, ফল বা অঞ্জুলি বা জলের পাত্রই হোক না কেন।

7 / 11
শিবলিঙ্গের রহস্য: লিঙ্গ শব্দের অর্থ যা সবকিছু শোষণ করা। এর অর্থ হল, বীজ, অতিসূক্ষ্ম কণা, চিহ্ন ইত্যাদি। তাই অনন্ত, শূন্য, আকাশ, মহাবিশ্বের প্রতীক হওয়ায় একে লিঙ্গ বলা হয়।

শিবলিঙ্গের রহস্য: লিঙ্গ শব্দের অর্থ যা সবকিছু শোষণ করা। এর অর্থ হল, বীজ, অতিসূক্ষ্ম কণা, চিহ্ন ইত্যাদি। তাই অনন্ত, শূন্য, আকাশ, মহাবিশ্বের প্রতীক হওয়ায় একে লিঙ্গ বলা হয়।

8 / 11
স্কন্দ পুরাণ অনুসারে, অসীম আকাশ নিজেই লিঙ্গ। পৃথিবী তার পিঠ। তাই একে লিঙ্গ বলা হয়। কারণ সবকিছুই অসীম শূন্য থেকে জন্ম নেয়। তার মধ্যে ছন্দ থাকে। লিঙ্গের কোথায় শুরু ও শেষ তা আজও রহস্য়।

স্কন্দ পুরাণ অনুসারে, অসীম আকাশ নিজেই লিঙ্গ। পৃথিবী তার পিঠ। তাই একে লিঙ্গ বলা হয়। কারণ সবকিছুই অসীম শূন্য থেকে জন্ম নেয়। তার মধ্যে ছন্দ থাকে। লিঙ্গের কোথায় শুরু ও শেষ তা আজও রহস্য়।

9 / 11
 মার্কণ্ডেয় পুরাণে জলকে প্রথম সৃষ্টি বলে মনে করা হয়। তাই জলকে মহাবিশ্বের মাঝখানে দেখিয়ে, একই দেবতাদেহে মহাবিশ্বের ঊর্ধ্ব, মধ্য ও নিম্নাংশ  বোঝানো হয়। সেই অংশেই ব্রহ্মা, বিষ্ণু ও শিব নামকরণ করা হয়েছে।

মার্কণ্ডেয় পুরাণে জলকে প্রথম সৃষ্টি বলে মনে করা হয়। তাই জলকে মহাবিশ্বের মাঝখানে দেখিয়ে, একই দেবতাদেহে মহাবিশ্বের ঊর্ধ্ব, মধ্য ও নিম্নাংশ বোঝানো হয়। সেই অংশেই ব্রহ্মা, বিষ্ণু ও শিব নামকরণ করা হয়েছে।

10 / 11
শিব ছাড়া পূজা অসম্পূর্ণ: শিব স্বয়ং কর্ম পুরাণে বলেছেন যে আমি বিষ্ণু ও দেবী। তাই আদি দেব, সকল দেবতার ঈশ্বর, মহাদেব, ত্রিদেব হলেন স্বয়ং শিব।

শিব ছাড়া পূজা অসম্পূর্ণ: শিব স্বয়ং কর্ম পুরাণে বলেছেন যে আমি বিষ্ণু ও দেবী। তাই আদি দেব, সকল দেবতার ঈশ্বর, মহাদেব, ত্রিদেব হলেন স্বয়ং শিব।

11 / 11
অম্বিকাকে পূজা না করে বাকি দেবতাদের উপাসনা করার পূর্ণতা কল্পনা করা যায় না। তাই শিব পুজোয় সকল দেবতার পূজা করা ভুল, কারণ তাদের পূজা না করলে পূর্ণতা পাওয়া যায় না।

অম্বিকাকে পূজা না করে বাকি দেবতাদের উপাসনা করার পূর্ণতা কল্পনা করা যায় না। তাই শিব পুজোয় সকল দেবতার পূজা করা ভুল, কারণ তাদের পূজা না করলে পূর্ণতা পাওয়া যায় না।