Durga Puja 2021: অষ্টমীর দিন ধুতির সাজে কবীরকে সাজালেন কোয়েল

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 13, 2021 | 5:53 PM

Durga Puja 2021: ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো বিখ্যাত। এ দিন কোয়েলের পারিবারিক ছবিতে তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিকের সঙ্গে ছিলেন রানের বাবা, মাও।

1 / 7
লাল পড়া সাদা শাড়ি পরেছেন কোয়েল। শাঁখা, পলা, সোনার গয়না, লাল টিপে একেবারে বাঙালি সাজ। পাশে রয়েছেন স্বামী নিসপাল সিং রানেও। কিন্তু এ দিনের মূল আকর্ষণ দম্পতির ছেলে কবীর।

লাল পড়া সাদা শাড়ি পরেছেন কোয়েল। শাঁখা, পলা, সোনার গয়না, লাল টিপে একেবারে বাঙালি সাজ। পাশে রয়েছেন স্বামী নিসপাল সিং রানেও। কিন্তু এ দিনের মূল আকর্ষণ দম্পতির ছেলে কবীর।

2 / 7
হলুদ রঙা পাঞ্জাবি, ধুতিতে অষ্টমীতে কবীরকে সাজালেন কোয়েল। রানের পরনে ছিল সাদা পাঞ্জাবি, পাজামা। ঠাকুরদালানে বসে ছবি তোলার সময় কবীর অবাক চোখে তাকিয়ে ছিল ক্যামেরার দিকেই।

হলুদ রঙা পাঞ্জাবি, ধুতিতে অষ্টমীতে কবীরকে সাজালেন কোয়েল। রানের পরনে ছিল সাদা পাঞ্জাবি, পাজামা। ঠাকুরদালানে বসে ছবি তোলার সময় কবীর অবাক চোখে তাকিয়ে ছিল ক্যামেরার দিকেই।

3 / 7
ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো বিখ্যাত। এ দিন কোয়েলের পারিবারিক ছবিতে তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিকের সঙ্গে ছিলেন রানের বাবা, মাও।

ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো বিখ্যাত। এ দিন কোয়েলের পারিবারিক ছবিতে তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিকের সঙ্গে ছিলেন রানের বাবা, মাও।

4 / 7
কোয়েল এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা...সকলে সুস্থ থাকবেন আর কোভিড বিধি মেনে প্রচুর আনন্দ করবেন।’

কোয়েল এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা...সকলে সুস্থ থাকবেন আর কোভিড বিধি মেনে প্রচুর আনন্দ করবেন।’

5 / 7
বাড়ির পুজো নিয়ে কোয়েল আগেই বলেন, ‘চারিদিকে আলো, সুন্দর প্যান্ডেল, আড্ডা, মজা, ভুরিভোজ…। আড্ডা বলতে মনে পড়ল আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, দালানে বসে রাত জেগে আড্ডা। উপোস করে অঞ্জলি, সন্ধ্যারতি দেওয়া।’

বাড়ির পুজো নিয়ে কোয়েল আগেই বলেন, ‘চারিদিকে আলো, সুন্দর প্যান্ডেল, আড্ডা, মজা, ভুরিভোজ…। আড্ডা বলতে মনে পড়ল আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, দালানে বসে রাত জেগে আড্ডা। উপোস করে অঞ্জলি, সন্ধ্যারতি দেওয়া।’

6 / 7
পুজোর সময় একেবারেই ঘুমোতে পছন্দ করেন না কোয়েল। তাঁর কথায়, ‘পুজোর সময় ঘুমনো মানে হচ্ছে টাইম ওয়েস্ট। যেটা আমি আগেও অনেকবার বলেছি। ঘুম তো থাকবেই সারা বছর। কোনও না কোনও সময় হয়েই যাবে। কিন্তু এই চার-পাঁচদিন ঘুম মানেই সময় নষ্ট। সবাই খুব আনন্দ করুন। মন প্রাণ দিয়ে মাকে ডাকুন। শারদীয়ার শুভেচ্ছা এবং ভালবাসা সকলকে।’

পুজোর সময় একেবারেই ঘুমোতে পছন্দ করেন না কোয়েল। তাঁর কথায়, ‘পুজোর সময় ঘুমনো মানে হচ্ছে টাইম ওয়েস্ট। যেটা আমি আগেও অনেকবার বলেছি। ঘুম তো থাকবেই সারা বছর। কোনও না কোনও সময় হয়েই যাবে। কিন্তু এই চার-পাঁচদিন ঘুম মানেই সময় নষ্ট। সবাই খুব আনন্দ করুন। মন প্রাণ দিয়ে মাকে ডাকুন। শারদীয়ার শুভেচ্ছা এবং ভালবাসা সকলকে।’

7 / 7
মল্লিক বাড়ির দুর্গাপুজো অত্যন্ত বিখ্যাত। শহর কলকাতা তো বটেই, বিদেশ থেকেও অতিথিরা এই পুজো দেখতে আসেন। তবে এ বার করোনা বিধি মেনে সব কিছুই অত্যন্ত নিয়ন্ত্রিত।

মল্লিক বাড়ির দুর্গাপুজো অত্যন্ত বিখ্যাত। শহর কলকাতা তো বটেই, বিদেশ থেকেও অতিথিরা এই পুজো দেখতে আসেন। তবে এ বার করোনা বিধি মেনে সব কিছুই অত্যন্ত নিয়ন্ত্রিত।

Next Photo Gallery
Durga Puja 2021: কলকাতার মতো বিদেশেও ধুমধাম করে দুর্গাপুজো হয়, সেই দেশগুলির নাম জানুন
Photo Gallery: অক্সিজেনের আকাল, বেড সঙ্কট, অ্যাম্বুল্যান্সের সাইরেন- সব ভুলে গেলেন ৬ মাসেই!