TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Oct 05, 2021 | 10:26 PM
আর মাত্র কয়েক ঘণ্টা। শুরু হতে চলেছে দেবীপক্ষ। ভোর চারটে বাজতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলা আর রেডিয়ো... এর পরেই টিভির পর্দায় চোখ চলে যায় বাঙালির। মহালয়ার সকালে কালারস বাংলায় দুর্গারূপে আগমন হতে চলেছে কোয়েল মল্লিকের।
তবে শুধু কোয়েল নন, দেখা যাবে টলিপাড়ার আরও চেনা মুখদের। দেখে নিন তার বেশ কিছু ঝলক...
সংশ্লিষ্ট চ্যানেলের এবারের অনুষ্ঠানের নাম নবরূপে- মহা দুর্গা। মা দুর্গার নয় রূপ দেখা যাবে এই অনুষ্ঠানে।
এ ছাড়াও থাকছেন উষসী রায়, অদ্রিজা রায়, দেবলীনা কুমার, শ্রীমা ভট্টাচার্যসহ টলিপাড়ার বেশ কিছু চেনা মুখ।
মহালয়ার চিত্রনাট্য লিখেছেন রঙ্গন চক্রবর্তী। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র।
অন্যান্য চানেলগুলিতেও দুর্গা হিসেবে জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রীরা। দৌড়ে কে এগিয়ে থাকবে? জানা যাবে কয়েক ঘণ্টা পরেই।