Bangla NewsPhoto gallery Kolkata Hockey League continues with Police protection at Mohun Bagan Ground
Kolkata Hockey: দু-দিন আগেই হকি নিয়ে তুলকালাম, এ বার মোহনবাগান মাঠে হল ম্যাচ
Mohun Bagan Ground: কলকাতা ময়দান এখনও উত্তপ্ত। রবিবার মহমেডান মাঠে হকি ডার্বি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ইঁট, চেয়ার ছোড়াছুড়ি ঘিরে ব্য়াপক উত্তেজনা তৈরি হয়। অনেকেই আহত হন। মাঝরাস্তায় বন্ধ হয় ইস্টবেঙ্গল-মোহনবাগান হকির ডার্বি। পর্যাপ্ত পুলিশি ব্য়বস্থা ছিল না বলেও অভিযোগ ওঠে। যদিও পুলিশের তরফে এই অভিযোগ খারিজ করা হয়।