
আর কিছুক্ষণের মধ্যে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই মরসুমের প্রথম ডার্বি। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) আর এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বড় ম্যাচের জন্য সেজে উঠেছে কলকাতা।

শহরের কোথাও রয়েছে নজর কাড়া লাইভ স্ট্যাচু।

কোথাও আবার থালাভর্তি লাল-হলুদ ও সবুজ-মেরুন মিস্টি। দুই দলের সমর্থকরাই ডার্বির পাশাপাশি মিস্টিসুখ উপভোগ করতে পারবেন।

তবে শুধু মিষ্টি নয়। ট্রে-তে সাজানো রয়েছে ইলিশ-চিংড়িও। ডার্বি মানে যে ঘটি-বাঙালের লড়াইও। তাই ইলিশ-চিংড়ি থাকবে না তাও আবার হয় নাকি!