ISL 2021-22: বাঙালির বড় ম্যাচ ঘিরে কলকাতায় উত্তেজনা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 27, 2021 | 5:49 PM

অপেক্ষার আর কিছুক্ষণ। গোয়ায় বাঙালির বড় ম্যাচ। তৈরি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তৈরি মহানগরীর ফুটবলপাগল দর্শকরাও। শতবর্ষের ডার্বি (Derby) ঘিরে উন্মাদনা তুঙ্গে কলকাতা (Kolkata) শহরে। কোথাও রয়েছে লাইভ স্ট্যাচু আবার কোথাও লাল-হলুদ, সবুজ-মেরুন মিষ্টি। শুধু তাই নয় থরে থরে সাজনো রয়েছে ইলিশ আর চিংড়িও। শহরের আনাচ-কানচ সেজে উঠেছে লাল-হলুদ আর সবুজ-মেরুন পতাকায়।

1 / 4
আর কিছুক্ষণের মধ্যে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই মরসুমের প্রথম ডার্বি। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) আর এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বড় ম্যাচের জন্য সেজে উঠেছে কলকাতা।

আর কিছুক্ষণের মধ্যে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই মরসুমের প্রথম ডার্বি। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) আর এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বড় ম্যাচের জন্য সেজে উঠেছে কলকাতা।

2 / 4
শহরের কোথাও রয়েছে নজর কাড়া লাইভ স্ট্যাচু।

শহরের কোথাও রয়েছে নজর কাড়া লাইভ স্ট্যাচু।

3 / 4
কোথাও আবার থালাভর্তি লাল-হলুদ ও সবুজ-মেরুন মিস্টি। দুই দলের সমর্থকরাই ডার্বির পাশাপাশি মিস্টিসুখ উপভোগ করতে পারবেন।

কোথাও আবার থালাভর্তি লাল-হলুদ ও সবুজ-মেরুন মিস্টি। দুই দলের সমর্থকরাই ডার্বির পাশাপাশি মিস্টিসুখ উপভোগ করতে পারবেন।

4 / 4
তবে শুধু মিষ্টি নয়। ট্রে-তে সাজানো রয়েছে ইলিশ-চিংড়িও। ডার্বি মানে যে ঘটি-বাঙালের লড়াইও। তাই ইলিশ-চিংড়ি থাকবে না তাও আবার হয় নাকি!

তবে শুধু মিষ্টি নয়। ট্রে-তে সাজানো রয়েছে ইলিশ-চিংড়িও। ডার্বি মানে যে ঘটি-বাঙালের লড়াইও। তাই ইলিশ-চিংড়ি থাকবে না তাও আবার হয় নাকি!

Next Photo Gallery