Bangla NewsPhoto gallery Kolkata is ready to enjoy ISL 2021 22 1st Derby between SC East Bengal and ATK Mohun Bagan
ISL 2021-22: বাঙালির বড় ম্যাচ ঘিরে কলকাতায় উত্তেজনা তুঙ্গে
অপেক্ষার আর কিছুক্ষণ। গোয়ায় বাঙালির বড় ম্যাচ। তৈরি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তৈরি মহানগরীর ফুটবলপাগল দর্শকরাও। শতবর্ষের ডার্বি (Derby) ঘিরে উন্মাদনা তুঙ্গে কলকাতা (Kolkata) শহরে। কোথাও রয়েছে লাইভ স্ট্যাচু আবার কোথাও লাল-হলুদ, সবুজ-মেরুন মিষ্টি। শুধু তাই নয় থরে থরে সাজনো রয়েছে ইলিশ আর চিংড়িও। শহরের আনাচ-কানচ সেজে উঠেছে লাল-হলুদ আর সবুজ-মেরুন পতাকায়।