Kolkata Knight Riders: বাঙালি সাজে কলকাতার পুজোয় নাইটরা
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Oct 02, 2022 | 3:39 PM
বাংলা মেতে দুর্গোৎসবে। তারই কিছুটা মুহূর্ত উপভোগ করলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। কলকাতা নাইডার্সের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং দুই ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার-রিঙ্কু সিং পুজো মণ্ডপ ঘুরে দেখলেন। দর্শনার্থীদের সঙ্গে সেলফিও তোলেন ভেঙ্কটেশ আইয়ার।
1 / 5
বাংলা মেতে দুর্গোৎসবে। তারই কিছুটা মুহূর্ত উপভোগ করলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। (ছবি : কেকেআর)
2 / 5
কলকাতা নাইডার্সের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং দুই ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার-রিঙ্কু সিং পুজো মণ্ডপ ঘুরে দেখলেন। দর্শনার্থীদের সঙ্গে সেলফিও তোলেন ভেঙ্কটেশ আইয়ার। (ছবি : কেকেআর)
3 / 5
ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ চন্দ্রকান্ত পণ্ডিত। কোচ হিসেবে তাঁর সাফল্য ঈর্ষণীয়। ছ'বার রঞ্জি ট্রফি জিতেছেন। গত রঞ্জিতে মধ্যপ্রদেশকে প্রথমবার কোচিং করিয়েই চ্যাম্পিয়ন। (ছবি : কেকেআর)
4 / 5
আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিংয়ের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন তা পরীক্ষার বিষয়। কেকেআর ম্যানেজমেন্ট আশাবাদী তাঁকে নিয়ে। (ছবি : কেকেআর)
5 / 5
কোচের সঙ্গে কলকাতায় পুজো কাটালেন কেকেআরের দুই ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। নাইটদের জার্সিতে অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যেই জাতীয় দলের দরজা খুলেছিল ভেঙ্কটেশের। রিঙ্কু সিং ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে অন্যতম সফল প্লেয়ার। বিশেষত তাঁর ফিল্ডিং দলকে ভরসা দেয়। (ছবি : কেকেআর)