
যতই নিয়মের বিধি নিষেধ থাকুক না কেন, এই চারটে দিন মানুষ পথে নামবেই। প্রতিপদ থেকেই মানুষ মণ্ডপে ভিড় জমাতে শুরু করে দিয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী যে ঢল নামবেই তা ভালই জানে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সপ্তমী-অষ্টমী-নবমীতে চলবে ২০৪টি মেট্রো। দশমীতে চলবে ১৩৮টি মেট্রো।

দুর্গাপুজোয় সপ্তমী, অষ্টমী এবং নবমীতে আপ ও ডাউন মিলিয়ে ২০৪টি মেট্রো চলবে। সকাল ১০টা থেকে এই পরিষেবা পাওয়া যাবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যেই চলবে ১৭১টি মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা মিলবে সকাল ১০টায়।

কলকাতা মেট্রোয় ফের কড়াকড়ি (ফাইল ছবি)

কমানো হল মেট্রোর সংখ্যা

দশমীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯.১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩০ মিনিটে। এদিন ১০ মিনিট অন্তর এই মেট্রো চলবে। আপ এবং ডাউনের দিকে বেলা ১১.১০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত ৬২টি মেট্রো চলবে।

তবে পুজোর সময়ও যাত্রীরা কোনও রকম টোকেন পরিষেবা পাবেন না। সঙ্গে রাখতে হবে স্মার্ট কার্ড। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশি জানান, এমন অনেক যাত্রী আসবেন, যাঁরা নিয়মিত মেট্রোয় যাতায়াত করেন না। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত প্রায় ছ’ লক্ষ স্মার্ট কার্ড রাখা হবে। যে সমস্ত যাত্রী শুধুমাত্র পুজোর সময় স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করবেন, তাঁরা প্রয়োজন হলে পুজোর শেষে স্মার্ট কার্ড ফেরত দিয়ে রিফান্ড নিতে পারবেন।