East West Metro: গঙ্গা-গর্ভে মেট্রো ছুটতে আরও কতদিন? সুড়ঙ্গে নেমে উত্তর খুঁজলেন শীর্ষ কর্তারা
TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত
Sep 09, 2021 | 11:32 PM
East West Metro: কবে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো? কবেই বা গঙ্গাবক্ষ ছেড়ে গঙ্গা-গর্ভে সফর করবে বাঙালি? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে বিষ্যুদবার হাওড়া ময়দান, হাওড়া মহাকরণ, এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পরিদর্শন করলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার
1 / 7
স্বর্ণেন্দু দাস: আরও কয়েক মাস, নাকি বছর খানেকের বেশি? কবে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো? কবেই বা গঙ্গাবক্ষ ছেড়ে গঙ্গা-গর্ভে সফর করবে বাঙালি? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে বিষ্যুদবার হাওড়া ময়দান, হাওড়া মহাকরণ, এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পরিদর্শন করলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী।
2 / 7
এ দিন হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সুড়ঙ্গের মধ্যে দিয়ে গঙ্গার নীচ হয়ে এই সমস্ত স্টেশন পরিদর্শন করেন তিনি। মেট্রো প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন করা হয় বলে খবর মেট্রো সূত্রে।
3 / 7
কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের এমডি। মেট্রো প্রকল্পের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজারকে জানান তিনি।
4 / 7
স্টেশন নির্মাণের কাজ কতদূর হয়েছে, বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা কী পর্যায় রয়েছে, সে সমস্ত বিষয় খতিয়ে দেখেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বিভিন্ন স্টেশনগুলির মূল পরিকাঠামো তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। সিঁড়ি ও প্ল্যাটফর্ম তৈরির কাজও প্রায় শেষ।
5 / 7
একাধিক স্টেশনের আবার প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরও বসে গিয়েছে। যদিও সর্বত্র মেট্রোর ট্র্যাক বসানোর কাজ শেষ হয়নি। তবে মূল পরিকাঠামো তৈরির কাজ শেষ বলা যেতে পারে।
6 / 7
এবার সেই প্রশ্নটা যার উত্তর খুঁজছেন সকলে। গঙ্গার নীচে দিয়ে মেট্রো গড়াতে আরও কতদিন? মেট্রো সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট রুটে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চলতি বছর ডিসেম্বরের মধ্যেই চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
7 / 7
বাকি অংশটির কাজ শেষ হতে অবশ্য কতদিন সময় লাগবে সেটা নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষ ২০২২ সালের জুন মাসের মধ্যে গঙ্গা-গর্ভে প্রথম মেট্রো চালানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলেই খবর। সেই লক্ষ্যমাত্রা হাসিল করতে কাজও চলছে জোর গতিতে।