Bangla News Photo gallery Konkona Sen Sharma is busy directing Lust Stories 2, on her birthday Lets look back some of movies that won hearts of audience
Konkona Sen Sharma: কঙ্কনা ব্যস্ত ‘লাস্ট স্টোরিজ ২’ পরিচালনায়, জন্মদিনে তাঁর অভিনীত কিছু ছবি যা দর্শক মন জয় করেছে
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Dec 03, 2022 | 10:10 PM
Konkona Sen Sharma: কঙ্কনা সেন শর্মার ৪৩তম জন্মদিন আজ। 'লাস্ট স্টোরিজ ২' সিরিজের চারটি সিনেমার মধ্যে একটি পরিচালনা করছেন তিনি। পরিচালকের আগে তিনি অভিনেত্রী। বলিউডে তাঁর অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে, যা আজও দর্শক মনে রয়েছে।
1 / 6
কঙ্কনা সেন শর্মা ৪৩তম জন্মদিন আজ। অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা শুরু করেন কেরিয়ার অভিনয় দিয়ে। প্রথম ছবি ছিল বাংলায় 'এক যে আছে কন্যা'। তারপর মায়ের পরিচালনায় করেন ২০০২ সালে 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার' ছবি রাহুল বোসের সঙ্গে।
2 / 6
২০০৫ সালের ছবি 'পেজ থ্রি'। মধুর ভান্ডাকর এবং জয় দেব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। মাধবী শর্মা চরিত্রটি পেশা, নিজের জীবন নিয়ে লড়াকু একটি মেয়ের গল্প।
3 / 6
অন্যধারার ছবিতে কঙ্কনাকে বেশি পাওয়া যায়। তবে রণবীর কাপুরে সঙ্গে 'ওয়েক আপ সিড', 'লাইফ ইন আ মেট্রো' ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেন। যা দর্শক মনে আজও রয়েছে। এছাড়াও 'আম্মু', '১৫ পার্ক অ্যাভিনিউ', 'লাক বাই চান্স', 'এক থি ডায়েন', 'লাগা চুনরি মে দাগ' ছবিতে তাঁর কাজ মনে রাখার মতো।
4 / 6
২০০৮ সালের দেশ কাঁপানো আরুশি তলওয়ার হত্যা মামলার উপর তৈরি ২০১৫ সালের ছবি 'তলওয়ার' । সেখানে অপরাধের শিকারের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেন নীরজ কবি। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ইরফান খান।
5 / 6
২০১৬ সালে অলংকৃতা শ্রীবাস্তবের ছবি লিপিস্টিক আন্ডার দ্য বুরখা। নানা বয়স, নানা ধর্মের মহিলাদের সামাজিক সব বাঁধা অতিক্রম করে নিজেদের অধিকারের লড়াইয়ের গল্প। কঙ্কনা শিরিন আসলামের চরিত্রে অভিনয় করেছেন। যে একজন বোরখা-পরা গৃহিণী এবং তিন সন্তানের জননী।
6 / 6
কঙ্কনা চারটি সংক্ষিপ্ত গল্পের ছবি আজিব দাস্তান( ২০২১)। ভারতী মন্ডল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতী একজন নিম্ন বর্ণের, সমকামী যিনি জীবনের প্রতিটি পর্যায়ে বৈষম্যের শিকার হন। কর্মক্ষেত্রে, তিনি উচ্চবর্ণের "মেয়েলি" প্রিয়ার (অদিতি রাও হায়দারি) সঙ্গে দেখা হয়। দুজনের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি হয়। প্রিয়া ইতিমধ্যে বিবাহিত হওয়ায় তাঁদের অনুভূতিতে কাজ করতে পারে না।