ম্যাগাজিন কভারের জন্য টপলেস ফটোশুটে চমক কৃষ্ণা শ্রফের
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Jul 23, 2021 | 5:08 PM
Krishna Shroff: কৃষ্ণা নিজে মনে করেন ফ্যাশনেবল হতে গেলে সবার আগে দরকার কনফিডেন্স। যে পোশাকই বেছে নেবেন, তা যদি কেউ কনফিডেন্সের সঙ্গে ক্যারি করতে পারেন, তা হলেই নাকি ফ্যাশনেবল হওয়া সম্ভব।
1 / 7
সোশ্যাল মিডিয়ায় একের পর এক সাহসী ছবি শেয়ার করেন কৃষ্ণা শ্রফ। টাইগার শ্রফের বোন তথা জ্যাকি শ্রফের কন্যার কাছে এ কাজ নতুন নয়। তবে টপলেস ছবি, অবশ্যই নতুন। এক ম্যাগাজিনের কভারে সে ভাবেই ক্যামেরায় ধরা দিলেন কৃষ্ণা।
2 / 7
কৃষ্ণা নিজের যত্ন নেন। সে কারণে টোনড ফিগার নিয়ে যখন ক্যামেরার সামনে হাজির হন, হু হু করে বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা। এ হেন কৃষ্ণার টপলেস ছবির মধ্যে কোনও ভুল অ্যাঙ্গেল খুঁজতে চাননি অনুরাগীরা। বরং যথেষ্ট মর্যাদার সঙ্গেই কৃষ্ণা নিজেকে ক্যারি করেছেন বলে মনে করছেন দর্শক।
3 / 7
কালো লেদারের প্যান্ট ছিল কৃষ্ণার পরনে। কোমরের ট্যাটু দৃশ্যমান। হাত কনুই পর্যন্ত কালো গ্লাভসে ঢাকা ছিল। খোলা চুল এবং মানানসই মেকআপে সেজেছিলেন তিনি।
4 / 7
দিশা পাটানি, অমৃতা আরোরা, সিদ্ধার্থ কাপুর সহ বলি সেলেব এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির বহু সদস্য কৃষ্ণার এই পোস্টে নিজেদের ভাল লাগার কথা জানিয়েছেন।
5 / 7
ছোট থেকেই কৃষ্ণা নাকি ফ্যাশন কনসাস। তার উপর ফিল্মি পরিবারের ব্যাকগ্রাউন্ডে নিজেকে গ্রুম করার সুযোগ পেয়েছেন। তাই তাঁর সাজ পোশাক কখনও শালীনতার মাত্রা ছাড়ায় না বলে মনে করেন বলি মহলের বড় অংশ।
6 / 7
বলিউডে ফ্যাশন নিয়ে যাঁরা পরীক্ষা নিরীক্ষা করেন কৃষ্ণা তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম। নিজের বিভিন্ন রকম লুক ট্রাই করতে তিনি ভালবাসেন।
7 / 7
কৃষ্ণা নিজে মনে করেন ফ্যাশনেবল হতে গেলে সবার আগে দরকার কনফিডেন্স। যে পোশাকই বেছে নেবেন, তা যদি কেউ কনফিডেন্সের সঙ্গে ক্যারি করতে পারেন, তা হলেই নাকি ফ্যাশনেবল হওয়া সম্ভব। অন্যথায় দৃষ্টিকটূ মনে হতে পারে।