
করণ জোহরকে নিয়ে বিস্ফোরক দাবি বলিউড অভিনেতার। পরিচালক নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন নিজের বাড়িতে! মুকেশ অম্বানী না থাকলে নাকি হতে পারত বড়সড় বিপর্যয়! এমনটাই দাবি সেই অভিনেতার।

কে সেই অভিনেতা? তিনি বলিউডের স্বঘোষিত সমালোচক কেআরকে। এক টুইটে তিনি দাবি করেন 'ব্রহ্মাস্ত্র' ফ্লপ হওয়ায় নাকি মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন করণ। হয়ে যান সর্বস্বান্ত।

কেআরকে লেখেন, "সূত্র মারফৎ জানা গিয়েছে, করণ জোহর তাঁর বাড়িতে আত্মহত্যা করতে গিয়েছিল। কারণ 'ব্রহ্মাস্ত্র' ছবি করতে গিয়ে তাঁর অনেক টাকার লোকশান হয়ে গিয়েছে। এরপর মুকেশ অম্বানী তাঁকে ৩০০ কোটি টাকা ধার হিসেবে দিয়েছে।"

এখানেই না থেমে কেআরকে আরও লেখেন, "প্রশ্ন হচ্ছে, করণ কেন তা সবাইকে জানাচ্ছে না? কেন জানাচ্ছে না আজ তাঁর হাতে একটিও পয়সা নেই! তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন?"

কেআরকে এই দাবি করলেও করণ জোহর ও তাঁর টিম জানিয়েছিলেন সারা বিশ্বে ওই ছবিটি সুপারহিট হয়েছিল। প্রায় ৪০০ কোটি টাকার মতো নাকি ব্যবসা করেছে ওই ছবি। তাই কেআরকে-র 'সূত্র' আদপে কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠছেই।

এ বছরের সেপ্টেম্বরেই মুক্তি পায় 'ব্রহ্মাস্ত্র'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। কেমিও চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও। দেখা গিয়েছিল নাগার্জুন ও মৌনি রায়কেও। পরিচালক ছিলেন অয়ন মুখোপাধ্যায়। প্রযোজক করণ জোহর।