Sologamy: নির্ধারিত ‘ডেট’-এর তিন দিন আগেই নিজেকে বিয়ে করলেন ক্ষমা, কেমন হল অনুষ্ঠান?
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 09, 2022 | 6:38 PM
প্রতীক্ষা শেষ হল। নিজের সঙ্গে বিয়ে করে 'সোলোগ্যামি'-এর ট্রেন্ড সেট করেই দিলেন ২৪ বছরের ক্ষমা বিন্দু। গত ৮ জুন গুজরাটে নিজের বাড়িতে ধুমধাম করে বিয়ে করলেন ক্ষমা।
1 / 7
প্রতীক্ষা শেষ হল। নিজের সঙ্গে বিয়ে করে 'সোলোগ্যামি'-এর ট্রেন্ড সেট করেই দিলেন ২৪ বছরের ক্ষমা বিন্দু। গত ৮ জুন গুজরাটে নিজের বাড়িতে ধুমধাম করে বিয়ে করলেন ক্ষমা।
2 / 7
কথা ছিল, ১১ জুন নিজেকে বিয়ে করবেন ক্ষমা। প্রথমে বলেছিলেন, পরিবার ও বন্ধুদের নিয়ে মন্দিরে বিয়ে করবেন তিনি। কিন্তু কথা রাখলেন না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্ষমা। বরং তিন দিন আগেই লাল বিয়ের পোশাকে মন্ডপে বসলেন তিনি।
3 / 7
সাত পাক থেকে শুরু করে, মাল্যদান, সিঁদুরদান সবই হয়েছে ক্ষমার বিয়েতে। বন্ধু থেকে শুরু করে পরিবারের প্রত্যেকে পাশে ছিল ক্ষমার এই বিশেষ দিনে। সেই আনন্দের মুহূর্তই ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছে ২৪ বছরের ক্ষমা।
4 / 7
মেহেন্দির জন্য ক্ষমা বেছে নিয়েছিলেন ধুতি-কুর্তার সেট। গায়ে হলুদের ক্ষমা পরেছিলেন হলুদ শাড়ি আর লাল ব্লাউজ। আর বিশেষ দিনে ক্ষমা সেজেছিলেন লালে। ঐতিহ্যবাহী লাল চানিয়া চোলি পরেছিলেন ক্ষমা।
5 / 7
এখানেই শেষ নয়। হানিমুনেও যাচ্ছেন ক্ষমা। ক্ষমা জানিয়েছিলেন, বিয়ের পর নিজের সঙ্গে সময় কাটাতে গোয়া যাবেন। আত্ম-প্রেম থেকে নিজেকে বিয়ে: সব নিয়ে এখন সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন গুজরাটের ক্ষমা।
6 / 7
প্রাচীনযুগে সমকামিতা, উভকামিতার উদাহরণ পাওয়া গেলেও ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে নিজগামিতা ‘সোলোগ্যামি’র ঘটনা কোনওকালেই ‘ট্রেন্ড’-এ ছিল না। মনকী ২৪X৭ ডিজিটাল ডেমোক্রেসির যুগেও ‘সোলোগ্যামি’-এর ঘটনা বিরল। সেখানেই ভারতে সম্ভবত প্রথম ‘সোলোগ্যামি’-এর উদাহরণ সেট করলেন ক্ষমা।
7 / 7
কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিলেন ক্ষমা? এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য দেখেছি এবং এই বৈষম্য এভাবেই আমাদের মধ্যে প্রোথিত হয়ে রয়েছে। আমার চারপাশের বিবাহিত ব্যক্তিদের দেখতাম, তাঁরা কীভাবে তাঁদের জীবনযাপন করছে এবং আমি কখনওই বিয়ে করতে চাইনি।”