Bangla News Photo gallery Kylian Mbappe Birthday Life story of legend, pioneer of world football, World Cup Winner, Golden Boot Winner, Check in bengali
Happy Birthday Kylian Mbappe: ক্যালেন্ডারের পাতা ওল্টালো, ২৪-এ ‘সোনার পা’ এমবাপের
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Dec 20, 2022 | 7:30 AM
Golden Boot Winner : ২৪ বছরে পা দিলেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ২৪-এই সাফল্যের ঝুলি প্রায় পূর্ণ। কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন। দলকে এগিয়ে নিয়ে এসেছিলেন বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত। দেশের জার্সিতে কাতার বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা ৮। জিতেছেন গোল্ডেন বুট।
1 / 6
২৪-এ পা দিলেন ফ্রান্স সুপারস্টার কিলিয়ান এমবাপ। ২৪ বছরেই সাফল্যে প্রায় পূর্ন তাঁর ঝুলি। ১৯ বছরে প্রথম দেশের জার্সিতে বিশ্বকাপ জয়। কাতার বিশ্বকাপে ৮ গোলের রেকর্ড গড়ে সর্বাধিক গোলস্কোরার হিসেবে জিতলেন গোল্ডেন বুট। ছবি: টুইটার
2 / 6
কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এমবাপে। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ ফুটবলবিশ্ব। দলকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। অল্প বয়সেই একের পর এক সাফল্যের মাধ্যমে জিতে নিয়েছেন সকলের মন। ছবি: টুইটার
3 / 6
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করেন তিনি। শেষ রক্ষা হয়নি, আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যাবধানে হেরে বিশ্বকাপের স্বপ্নে ইতি ঘটে ফরাসি শিবিরের। বিশ্বকাপে তাঁর মোট গোল সংখ্যা ৮। ছবি: টুইটার
4 / 6
পেশাদার ফুটবলে মোনাকো সেকেন্ড টিম, সিনিয়র টিমের হয়ে খেলেন। এরপর পিএসজিতে লোনে যোগ দেন। ২০১৮ সাল থেকে পিএসজির চুক্তিবদ্ধ ফুটবলার। ছবি: টুইটার
5 / 6
ফ্রান্স সুপারস্টার কিলিয়ান এমবাপে সেরা লেফ্ট-উইং। কাতার বিশ্বকাপে তাঁর মোট গোল সংখ্যা ৮। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে জিতেছেন গোল্ডেন বুট। ছবি: টুইটার
6 / 6
লাইম লাইট থেকে দূরেই থাকতে পছন্দ করেন ফরাসি সেনশেসন এমবাপে। তাঁর ব্যক্তিত্ব ও পায়ের জাদুতে মোহিত ফুটবলবিশ্ব। ফ্রান্স চ্যাম্পিয়ন না হলেও কাতার বিশ্বকাপে এমবাপেকে মনে রাখবেন সবাই। ১৯৬৬ সালের পর ফের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক দেখার সুযোগ এমবাপের সৌজন্যেই। ছবি: টুইটার