Pogba Controversy: ডাইনি বিতর্কের মধ্যেই পোগবার হাঁটুর চোট, বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 03, 2022 | 8:15 AM
মহা ফ্যাসাদে পড়েছেন ফরাসি মিডফিল্ডার পল পোগবা। দাদা মাতিয়াস তাঁর উপর গুরুতর কিছু অভিযোগ এনেছেন। পোগবা নাকি জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপের উপর কালাজাদু প্রয়োগ করতেন! এই অভিযোগে তোলপাড় ফুটবল বিশ্ব।
1 / 5
মহা ফ্যাসাদে পড়েছেন ফরাসি মিডফিল্ডার পল পোগবা। দাদা মাতিয়াস তাঁর উপর গুরুতর কিছু অভিযোগ এনেছেন। পোগবা নাকি জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপের উপর কালাজাদু প্রয়োগ করতেন! এই অভিযোগে তোলপাড় ফুটবল বিশ্ব। (ছবি:টুইটার)
2 / 5
বিতর্কে বারবার তাঁর নাম ওঠায় পোগবা ও তাঁর দাদাকে নাকি ফোন করেছিলেন এমবাপে। পিএসজি তারকা এই অভিযোগের ব্যাখ্যা চেয়েছেন দু'জনের কাছেই।(ছবি:টুইটার
3 / 5
জুভেন্তাস তারকা পল পোগবার অভিযোগ ছিল, তাঁর দাদা মাতিয়াস-সহ বন্ধুদের একটি গ্রুপ ব্ল্যাকমেল করে তাঁর থেকে কয়েক মিলিয়ন ইউরো হাতানোর ধান্দায় ছিল। সেটা না পেয়ে তাঁকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। পোগবার অভিযোগে অপরাধমূলক তদন্ত শুরু করেছে ফ্রান্স সরকার।(ছবি:টুইটার)
4 / 5
সামনেই ফুটবল বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রস্তুতি শুরু করে দেবে কিছুদিনের মধ্যেই। কিন্তু দলের দুই বড় তারকা পোগবা ও এমবাপেকে নিয়ে বিতর্কে প্রমাদ গুণছেন কোচ দিদিয়ের দেশঁ।(ছবি:টুইটার)
5 / 5
এরই মধ্যে পোগবাকে ভোগচ্ছে হাঁটুর চোট। ফরাসি মিডফিল্ডারের ফিটনেস সমস্যা বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় বাড়াচ্ছে। বিশ্বকাপ দলে পোগবা না থাকলে বিশ্বকাপে বিতর্ক থেকে দূরে থাকতে পারবে দেশঁ-র টিম। (ছবি:টুইটার)