
আল বায়াত স্টেডিয়ামে রবিবার ইংল্যান্ডের (England) মুখে কাতার বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নামতে চলেছে ফ্রান্স (France)। বড় ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল ফ্রান্সের সমর্থকদের। তবে কি এমবাপে সুস্থ নন? এই কথাই ঘুরপাক খাচ্ছিল ফরাসি সমর্থকদের মুখে মুখে। সব জল্পনার অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরলেন চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা এমবাপে। (ছবি-টুইটার)

চলতি বিশ্বকাপে এখনও অবধি চারটি ম্যাচে পাঁচটি গোল করে ফেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। পাশাপাশি ২টি গোলে সহায়তাও করেছেন পিএসজির এই তারকা ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপে গোল্ডেন বুটের অন্যতম সেরা দাবিদার তিনিই। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলের সঙ্গে অনুশীলনে এমবাপেকে দেখতে না পাওয়ায় ফ্রান্সের সমর্থকদের চিন্তা বেড়ে গিয়েছিল। (ছবি-টুইটার)

থ্রি লায়ন্সের তারকা ডিফেন্ডার কাইল ওয়াকার ইতিমধ্যেই এমবাপেকে আটকানোর রণকৌশল সাজিয়ে নিয়েছেন। (ছবি-ফ্রান্স ফুটবল টিম টুইটার)

অল্প বিশ্রাম নিয়ে অনুশীলনে ফিরেই চনমনে মেজাজে দেখা গিয়েছে এমবাপেকে। ফ্রান্সের সমর্থকরা এমবাপেকে এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে গোলের ফুল ফোটাতে দেখতে চান। (ছবি-ফ্রান্স ফুটবল টিম টুইটার)