দিন কয়েক আগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬ থেকে বিদায় নিয়েছে পিএসজি (PSG)। তারপর শনিবার গভীর রাতে ব্রেস্তের (Brest) ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নেমেছিলেন মেসি-এমবাপেরা।
বায়ার্নের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে হারের এক সপ্তাহও কাটেনি। তার মধ্যেই লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তের ঘরের মাঠে প্রায় ধাক্কা খাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল পিএসজি। শেষ বেলায় মেসি-এমবাপে জুটিতে ভর করে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে পিএসজি।
প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে পিএসজি। ৩৭ মিনিটের মাথায় হয় ম্যাচের প্রথম গোল। এমবাপের শট ব্রেস্ত গোলকিপার আটকে দেন। এরপর কার্লোস সোলেরের (Carlos Soler) জোরালো গতির শট ব্রেস্তের জালে জড়িয়ে যা। এগিয়ে যায় পিএসজি।
পিএসজি এগিয়ে যাওয়ার ছয় মিনিট বাদেই, ৪৩ মিনিটের মাথায় সমতা ফেরায় ব্রেস্ত। সের্গিও ব়্যামোসকে পাশ কাটিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন ব্রেস্তের ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক অনারাত (Franck Honorat)।
১-১ স্কোরলাইনে ব্রেস্ত বনাম পিএসজি ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল পিএসজি। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু এমবাপে-নুনোরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
১-১ ড্রয়ে ম্যাচ যখন প্রায় শেষ হতে চলে, সেই সময় দ্বিতীয় গোল করে পিএসজিকে এগিয়ে দেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। মেসির বাড়ানো পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে।
মেসির পাস থেকে এমবাপের করা গোলটি প্রথম ডিভিশনে পিএসজির ৩০০০তম গোল। ব্রেস্তের বিরুদ্ধে মেসি নিজে গোল পাননি, তবে গোল করিয়েছেন। সঙ্গে গড়েছেন নয়া রেকর্ড। ক্লাব ফুটবলে লিওনেল মেসিই প্রথম ফুটবলার যিনি ৩০০টি অ্যাসিস্ট করেছেন।