Favourite Flower of Lakshmi: এই লাল রঙের ফুলেই তুষ্ট ধনলক্ষ্মী! আশীর্বাদে মিটে যাবে জীবনের সব সমস্যা
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jun 02, 2023 | 4:21 PM
Astro Remedies: পদ্ম ফুলের পাশাপাশি লাল জবা ফুল খুব পছন্দের। যদি ধন, সম্পদ ও সুখ পেতে চান, তাহলে প্রতিবার লক্ষ্মীপুজোয় এই ফুল নিবেদন করতে ভুলবেন না যেন...
1 / 9
হিন্দু ধর্মে সম্পদের দেবী হিসেবে দেবী লক্ষ্মীকে মনে করা হয়। তাই অধিকাংশ বাঙালি ঘরে লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে থাকে। ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর ধনসম্পদ বৃদ্ধি করতে কোজগরী লক্ষ্মী পুজো করা হয়ে থাকে।
2 / 9
শুধু তাই নয়, প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে লক্ষ্মীপুজো করা হয়। সেদিন রীতিনীতি মেনে লক্ষ্মীর আরাধনা করা হয়। সাফল্য ও উন্নতি লাভের আশায় লক্ষ্মীর পুজোয় ভোগ ও প্রিয় ফুল রাখা হয়।
3 / 9
সাধারণত লক্ষ্মীর আসন পদ্ম ফুল দিয়ে সাজানো হয়। পদ্মের আসনেই অধিষ্ঠিত থাকেন লক্ষ্মীদেবী। তবে লক্ষ্মীর খুব পছন্দের ফুল রয়েছে। সেই ফুল দিয়ে পুজো করলে ধন, সম্পদ ও সুখ ফিরে আসে ঘরে।
4 / 9
পদ্ম ফুলের পাশাপাশি লাল জবা ফুল খুব পছন্দের। যদি ধন, সম্পদ ও সুখ পেতে চান, তাহলে প্রতিবার লক্ষ্মীপুজোয় এই ফুল নিবেদন করতে ভুলবেন না যেন...
5 / 9
জবা ফুল সহজেই যে কোনও টবে বা বাড়ির উঠোনের মাটিতে পুঁতে দেওয়া যেতে পারে। শুধু পূজার্চনাতেই নয়, এর রয়েছে অনেক ঔষধি গুণও।
6 / 9
শুক্রবার ৫টি লাল জবা ফুল নিবেদন করে লক্ষ্মীর আরাধনা করুন। এতে সম্পদ বৃদ্ধি পাবে দ্বিগুণ। লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে লাল জবা ফুলের রস সংগ্রহ করে লক্ষ্মী যন্ত্র তৈরি করে বন্দনা করতে পারেন।
7 / 9
বিবাহে সমস্যা হলে টানা ১১ শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো লাল জবা ফুল অর্পণ করতে পারেন। কোনও বিবাহিত মহিলা এই প্রতিকার করলে দাম্পত্য জীবনে সুখ আসবে।
8 / 9
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে লাল হিবিস্কাস ফুলের তোড়া রাখলে প্রেম বয়ে আসে ও বিবাহিত জীবন সুখে পরিপূর্ণ হয়ে ওঠে।
9 / 9
শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার জন্য উৎসর্গ করা হয়। এদিনের পুজো ধনলক্ষ্মীকে ২টি লাল জবা ফুল অর্পণ করতে পারেন। ভোগ হিসাবে ক্ষীর নিবেদন কররুন এদিন। তাতে জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আসে।