Covishield on Delta: করোনার ডেল্টাও ভ্যারিয়েন্টেও কার্যকরী কোভিশিল্ড, জানাল ল্যানসেটের সাম্প্রতিক গবেষণা
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Nov 30, 2021 | 3:30 PM
Delta: সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ধরা পড়া ওমিক্রন (Omicron) করোনা ভ্যারিয়েন্ট নিয়ে ত্রস্ত সারা বিশ্ব। এই ভ্যারিয়েন্টকে 'চিন্তার কারণ' হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
1 / 5
নয়া দিল্লি: সংক্রমিত রোগের খ্যাতনামা জার্নাল দ্য লানেসেটে (The Lancet) প্রকাশিত হয়েছে এক চমকপ্রদ তথ্য। গবেষণায় দেখা গিয়েছে, SARS-CoV-2 ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta variant) আধিক্যের সময়েও করোনা ভাইরাসের বিরুদ্ধে কোভিশিল্ড ভ্যাকসিনের কার্যকারিতা মাঝারি থেকেও গুরুতর ছিল। ছবি- প্রতীকী চিত্র
2 / 5
এপ্রিল মে মাস নাগাদ ভারতের স্বাস্থ্য ব্যবস্থা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের (second wave of corona) কারণে মারাত্মক চাপের সম্মুখীন হয়েছিল। সেই সময়ে বাস্তবিক ক্ষেত্রে, কোভিশিল্ড ভ্যাকিসনের কার্যকারিতা যাচাইয়ে একটি গবেষণা করে ল্যানসেট। ল্যানসেট জানিয়েছে, যাদের টিকাকরণের দুটি ডোজ় সম্পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকিসেনের কার্যকাকারিতা ৬৩ শতাংশ। মাঝারি থেকে গুরুতর সংক্রমণের ক্ষেত্রে কোভিশিল্ডের কার্যকারিতা ৮১ শতাংশ। ছবি- প্রতীকী চিত্র
3 / 5
অনুমোদন পেল না কোভিশিল্ডের তৃতীয় ডোজ়। ফাইল ছবি।
4 / 5
কোভ্যাক্স প্রকল্পের (Covax Programme) আওতায় কম থেকে মাঝারি আয় সম্পন্ন দেশে পুনরায় ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থা চালু করেছে কোভিশিল্ড নির্মাণকারী ভারতীয় সংস্থা সিরাম ইন্সটিটিউট। সংস্থার পুণের প্রধান কার্যালয়ে এখনও অবধি মোট ১২৫ কোটি করোনা টিকা ডোজ় তৈরি করা হয়েছে। ছবি- প্রতীকী চিত্র
5 / 5
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে (India) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৮ হাজার ৩০৯ জন। একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। করোনাকে জয় করেছেন ১০ হাজার ১১৬ জন। করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ১৮ হাজার ২৯৯ জন। শনিবারের বুলেটিন অনুযায়ী, দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৬ জন। মোট সক্রিয় রোগী ১ লক্ষ ৫৪৩ জন। তবে ধীরে ধীরে ফের বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি ১৯০ জন। ছবি- প্রতীকী চিত্র