War-Torn Countries: বিশ্বের যুদ্ধবিধ্বস্থ দেশগুলি দেখে নিন একঝলকে…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 30, 2021 | 6:25 PM

একবিংশ শতকেও যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হয়নি এই পৃথিবীতে। এখনও ক্ষমতার দখলে, দুষ্কৃতি দমনে যুদ্ধের মতো নারকীয় ঘটনা এখনও অব্যাহত। ক্ষমতার দখলের চাপে নাভিশ্বাস উঠেছে সাধারণ নাগরিকের। তবে এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলির মধ্যেও লুকিয়ে রয়েছে প্রকৃতির নির্যাস।

1 / 7
আফগানিস্তান- দেশের যে কোনও প্রান্তে গেলেও তালিবান অধ্যুষিত আফগানিস্তানে ভুলেও পা রাখবেন না। বর্তমান পরিস্থিতি যা তাতে এই দেশের ভবিষ্যত লুকিয়ে রয়েছে তালিবানিদের হাতে।

আফগানিস্তান- দেশের যে কোনও প্রান্তে গেলেও তালিবান অধ্যুষিত আফগানিস্তানে ভুলেও পা রাখবেন না। বর্তমান পরিস্থিতি যা তাতে এই দেশের ভবিষ্যত লুকিয়ে রয়েছে তালিবানিদের হাতে।

2 / 7
ইথিওপিয়া- রাজনৈতিক দলগুলির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তি ও উত্তপ্তের সাক্ষী থেকেছে এই দেশ। ২০২০ সালের নভেম্বর মাসে হিংস্র গৃহযুদ্ধের সাক্ষী থেকেছে। প্রতিবেশী দেশগুলি তো বটেই, বিদেশি কোনও পর্যটকও এই সুন্দর সবুজ দেশে পা রাখার আগে ২ বার ভাববেন।

ইথিওপিয়া- রাজনৈতিক দলগুলির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তি ও উত্তপ্তের সাক্ষী থেকেছে এই দেশ। ২০২০ সালের নভেম্বর মাসে হিংস্র গৃহযুদ্ধের সাক্ষী থেকেছে। প্রতিবেশী দেশগুলি তো বটেই, বিদেশি কোনও পর্যটকও এই সুন্দর সবুজ দেশে পা রাখার আগে ২ বার ভাববেন।

3 / 7
সিরিয়া- পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও যুদ্ধের গোলাগুলিতে ধীরে ধীরে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। আলেপ্পো ও দামাস্কাস এই ঐতিহাসিক গন্তব্যস্থগুলি এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

সিরিয়া- পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও যুদ্ধের গোলাগুলিতে ধীরে ধীরে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। আলেপ্পো ও দামাস্কাস এই ঐতিহাসিক গন্তব্যস্থগুলি এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

4 / 7
ইরাক- আশির শতক থেকে চলে আসা সংঘর্ষে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে।

ইরাক- আশির শতক থেকে চলে আসা সংঘর্ষে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে।

5 / 7
মেক্সিকো- ড্রাগ কার্টেলের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে একটি মারাত্মক যুদ্ধে জড়িত এই দেশ। যে কারণে প্রতি বছর প্রায় হাজার হাজার মেক্সিকান সংঘর্ষে মারা যায়।

মেক্সিকো- ড্রাগ কার্টেলের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে একটি মারাত্মক যুদ্ধে জড়িত এই দেশ। যে কারণে প্রতি বছর প্রায় হাজার হাজার মেক্সিকান সংঘর্ষে মারা যায়।

6 / 7
কলম্বিয়া- ২০১৬ সালের শান্তি চুক্তিকে আমেরিকার দীর্ঘতম চলমান যুদ্ধের অবসান ঘটাতে অত্যন্ত প্রয়োজনীয় আইন চালু করতে বাধ্য হয়েছিল।

কলম্বিয়া- ২০১৬ সালের শান্তি চুক্তিকে আমেরিকার দীর্ঘতম চলমান যুদ্ধের অবসান ঘটাতে অত্যন্ত প্রয়োজনীয় আইন চালু করতে বাধ্য হয়েছিল।

7 / 7
লিবিয়া- লিবিয়ার  মরুভূমির দৃশ্য এবং উজ্জ্বল শাস্ত্রীয় ধ্বংসাবশেষ দীর্ঘকাল ধরে ভ্রমণ সার্কিটের অন্যতম সেরা গোপন রহস্য।

লিবিয়া- লিবিয়ার মরুভূমির দৃশ্য এবং উজ্জ্বল শাস্ত্রীয় ধ্বংসাবশেষ দীর্ঘকাল ধরে ভ্রমণ সার্কিটের অন্যতম সেরা গোপন রহস্য।

Next Photo Gallery