
আফগানিস্তান- দেশের যে কোনও প্রান্তে গেলেও তালিবান অধ্যুষিত আফগানিস্তানে ভুলেও পা রাখবেন না। বর্তমান পরিস্থিতি যা তাতে এই দেশের ভবিষ্যত লুকিয়ে রয়েছে তালিবানিদের হাতে।

ইথিওপিয়া- রাজনৈতিক দলগুলির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তি ও উত্তপ্তের সাক্ষী থেকেছে এই দেশ। ২০২০ সালের নভেম্বর মাসে হিংস্র গৃহযুদ্ধের সাক্ষী থেকেছে। প্রতিবেশী দেশগুলি তো বটেই, বিদেশি কোনও পর্যটকও এই সুন্দর সবুজ দেশে পা রাখার আগে ২ বার ভাববেন।

সিরিয়া- পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও যুদ্ধের গোলাগুলিতে ধীরে ধীরে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। আলেপ্পো ও দামাস্কাস এই ঐতিহাসিক গন্তব্যস্থগুলি এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

ইরাক- আশির শতক থেকে চলে আসা সংঘর্ষে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে।

মেক্সিকো- ড্রাগ কার্টেলের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে একটি মারাত্মক যুদ্ধে জড়িত এই দেশ। যে কারণে প্রতি বছর প্রায় হাজার হাজার মেক্সিকান সংঘর্ষে মারা যায়।

কলম্বিয়া- ২০১৬ সালের শান্তি চুক্তিকে আমেরিকার দীর্ঘতম চলমান যুদ্ধের অবসান ঘটাতে অত্যন্ত প্রয়োজনীয় আইন চালু করতে বাধ্য হয়েছিল।

লিবিয়া- লিবিয়ার মরুভূমির দৃশ্য এবং উজ্জ্বল শাস্ত্রীয় ধ্বংসাবশেষ দীর্ঘকাল ধরে ভ্রমণ সার্কিটের অন্যতম সেরা গোপন রহস্য।