PM Kisan Samman Nidhi Yojana : পিএম কিষাণের ১২ তম কিস্তির টাকা পেতে করতে হবে ছোট্ট এই কাজ, কীভাবে করবেন জানুন…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 30, 2022 | 8:46 PM

PM Kisan Samman Nidhi Yojana : ১১ তম কিস্তির পর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১২ তম কিস্তির টাকা পাওয়ার জন্য সুবিধাভোগীদের e-KYC করতে হবে। e-KYC করার শেষ তারিখ ৩১ জুলাই।

1 / 5
১১ তম কিস্তির পর এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ১২ তম কিস্তির টাকা পাবেন কৃষকরা। তবে এর জন্য করতে হবে ছোট্ট একটি কাজ। এই যোজনায় সুবিধাভোগীদের ৩১ জুলাইয়ের মধ্যে e-KYC জমা দিতে হবে।

১১ তম কিস্তির পর এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ১২ তম কিস্তির টাকা পাবেন কৃষকরা। তবে এর জন্য করতে হবে ছোট্ট একটি কাজ। এই যোজনায় সুবিধাভোগীদের ৩১ জুলাইয়ের মধ্যে e-KYC জমা দিতে হবে।

2 / 5
নয়া নিয়ম অনুযায়ী e-KYC করা না থাকলে সুবিধাভোগীরা এই যোজনার আওতায় টাকা পাবেন না। এই কিস্তির টাকা পেতে ১ জুলাইয়ের মধ্যে e-KYC করে নিতে হবে।

নয়া নিয়ম অনুযায়ী e-KYC করা না থাকলে সুবিধাভোগীরা এই যোজনার আওতায় টাকা পাবেন না। এই কিস্তির টাকা পেতে ১ জুলাইয়ের মধ্যে e-KYC করে নিতে হবে।

3 / 5
পিএম-কিষাণ এই প্রকল্পের আওতায় দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। তিনটি কিস্তিতে সেই টাকা দেওয়া হয়ে থাকে। এবং তা দেওয়া হয় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে সুবিধাভোগী কৃষকদের অ্য়াকাউন্টে পাঠানো হয় কেন্দ্রের তরফে।

পিএম-কিষাণ এই প্রকল্পের আওতায় দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। তিনটি কিস্তিতে সেই টাকা দেওয়া হয়ে থাকে। এবং তা দেওয়া হয় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে সুবিধাভোগী কৃষকদের অ্য়াকাউন্টে পাঠানো হয় কেন্দ্রের তরফে।

4 / 5
সুবিধাভোগীরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে e-KYC করাতে পারেন। এছাড়াও কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে তাঁরা e-KYC সম্পন্ন করতে পারেন।

সুবিধাভোগীরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে e-KYC করাতে পারেন। এছাড়াও কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে তাঁরা e-KYC সম্পন্ন করতে পারেন।

5 / 5
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ২৪ ফেব্রুয়ারি দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Prime Minister Kisan Nidhi Yojana) ঘোষণা করা হয়েছিল। যদিও সেই সময় তা কেবলমাত্র ছোটো ও মাঝারি কৃষক ও প্রান্তিক চাষীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। পরে ১ জুন সব ধরনের কৃষকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ২৪ ফেব্রুয়ারি দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Prime Minister Kisan Nidhi Yojana) ঘোষণা করা হয়েছিল। যদিও সেই সময় তা কেবলমাত্র ছোটো ও মাঝারি কৃষক ও প্রান্তিক চাষীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। পরে ১ জুন সব ধরনের কৃষকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়।

Next Photo Gallery