Sridevi Death Mystery: মৃত্যুর আগের ২৪ ঘণ্টা কেমন কেটেছিল শ্রীদেবীর? কী হয়েছিল সেদিন হোটেলের স্নানঘরে?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 13, 2022 | 9:49 PM
Sridevi Death Mystery:বনি কাপুরের ভাই দাবি করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের। তবে পরে মৃত্যুর কারণ যায় বদলে। কী হয়েছিল সেদিন? মৃত্যুর আগের ২৪ ঘণ্টা কীভাবে কেটেছিল এই মহাতারকার?
1 / 7
শ্রীদেবীর মৃত্যু আজও রহস্য। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের স্নানঘরে শ্রীদেবীর নিথর দেহ পাওয়া গিয়েছিল। বাথটবে ভেসে উঠেছিল তাঁর নিথর দেহ। বনি কাপুরের ভাই দাবি করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের। তবে পরে মৃত্যুর কারণ যায় বদলে। কী হয়েছিল সেদিন? মৃত্যুর আগের ২৪ ঘণ্টা কীভাবে কেটেছিল এই মহাতারকার?
2 / 7
ভাইপো মোহিত মারওয়ার বিয়েতে যোগ দিতে সপরিবারে দুবাইয়ে হাজির হয়েছিলেন শ্রীদেবী। বিয়ের কাজ মিটে গেলে মেয়ে খুশি কাপুর ও মেয়ে বনি কাপুর মুম্বই ফিরে আসেন। শ্রীদেবী থেকে যান তাঁর বোন শ্রীলতার সঙ্গে।
3 / 7
বনি চেয়েছিলেন স্ত্রীকে সারপ্রাইজ দিতে। সেই মতোই মুম্বই ফিরে এলেও আবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। ইচ্ছে ছিল স্ত্রীকে নিয়ে খেতে বের হবেন। দুবাইয়ের সময় অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটার সময় শ্রীদেবীর হোটেলের ঘরে হাজির হন বনি।
4 / 7
সেখানে ১৫ মিনিট কথা হয় তাঁদের। ডিনারের প্ল্যান জানান পর বেশ খুশিই ছিলেন শ্রীদেবী, পরবর্তীতে জানান বনি কাপুর। তিনি জানিয়েছিলেন এর পর নাকি স্নানঘরে তৈরি হতে চলে যান শ্রীদেবী।
5 / 7
বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর স্নানঘরের দরজায় ঠেলা দেন বনি। ডাকাডাকিও করেন। কিন্তু ভেতর থেকে কোনও সাড়াশব্দ আসে না। দুবাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম মারফৎ খবর, এর পরেই নাকি দরজা ভেঙে ঢোকেন বনি। গিয়ে যা দেখেন তা স্তব্ধ করে দেয় তামাম বিশ্বকে।
6 / 7
বাথটবে ভাসছে শ্রীদেবীর নিথর দেহ। তিনি সাড়া দিচ্ছে না। বনি ফোন করেন তাঁর এক বন্ধুকে। কিন্তু তিনি এসেও লাভ হয়নি। এর পরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ খবর দেয় চিকিৎসককে। চিকিৎসক হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
7 / 7
শ্রীদেবীর মৃত্যু আজও রহস্য। ময়নাতদন্তে রিপোর্টে লেখা হয়েছিল জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর সময় তাঁর দেহে মদের হদিশও মেলে। কিন্তু সত্যিই কি বাথটাবের এক ফুট জলে ডুবে কারণ মৃত্যু সম্ভব? এ প্রশ্ন তুলেছিলেন খোদ কেরল পুলিশের প্রাক্তন ডিজি ঋষিরাজ সিংহ। উত্তর মেলেনি যথার্থ। শ্রীদেবী চলে গিয়েছেন। কিন্তু তাঁর চলে যাওয়ার কারণ নিয়ে আজও ভক্তমনে রয়ে গিয়েছে নানা প্রশ্ন।