Nandikar-Madhabi-Swatilekha Sengupta: শেষ মুহূর্তে নাটকের মহড়া, ছবিতে দেখুন কিছু মুহূর্তের ছবি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 18, 2021 | 1:11 AM

প্রয়াত অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্তর নাটক 'মাধবী'। তিনিই ছিলেন নির্দেশিকা। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এই নাটকের জন্য। তিনি নেই। কিন্তু শিল্পী ও সংস্কৃতি জগৎকে তিনি দিয়ে গিয়েছেন অমূল্য সম্পদ। যার মধ্যে রয়েছে এই নাটকটিও। এবার নির্দেশনায় কন্যা সোহিনী সেনগুপ্ত। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে...

1 / 6
১০০টিরও বেশ শো হয়েছে 'মাধবী'র। নাটকের নির্দেশক ছিলেন প্রয়াত শিল্পী স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর নির্দেশনাতেই নাটকে অভিনয় করতেন কন্যা সোহিনী সেনগুপ্ত। স্বাতীলেখা প্রয়াত হওয়ার পর কন্যাই নাটকের নির্দেশিকা। তিনি অভিনয়ও করছেন নাটকে। তাঁর সঙ্গে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার ও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

১০০টিরও বেশ শো হয়েছে 'মাধবী'র। নাটকের নির্দেশক ছিলেন প্রয়াত শিল্পী স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর নির্দেশনাতেই নাটকে অভিনয় করতেন কন্যা সোহিনী সেনগুপ্ত। স্বাতীলেখা প্রয়াত হওয়ার পর কন্যাই নাটকের নির্দেশিকা। তিনি অভিনয়ও করছেন নাটকে। তাঁর সঙ্গে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার ও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

2 / 6
নাটকের মহড়ায় একটি দৃশ্যে দেবশঙ্কর ও রুদ্রপ্রসাদ।

নাটকের মহড়ায় একটি দৃশ্যে দেবশঙ্কর ও রুদ্রপ্রসাদ।

3 / 6
সংলাপ বলছেন দেবশঙ্কর হালদার।

সংলাপ বলছেন দেবশঙ্কর হালদার।

4 / 6
মহড়ায় পাঠ দেখাচ্ছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

মহড়ায় পাঠ দেখাচ্ছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

5 / 6
নির্দেশকের কেদারায় সোহিনী। চলছে মহড়ার চূড়ান্ত পর্ব।

নির্দেশকের কেদারায় সোহিনী। চলছে মহড়ার চূড়ান্ত পর্ব।

6 / 6
১৯ নভেম্বর, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দুপুর ৩টের সময় নাটকটি মঞ্চস্থ হবে। করোনার দ্বিতীয় ওয়েভ ও স্বাতীলেখার মৃত্যুর পর এই নাটক দিয়েই ফের মঞ্চে নাটক পরিবেশন শুরু করছে 'নান্দীকার'। স্বাতীলেখার অনুপস্থিতিতে এক অন্য আবেগ কাজ করছে সকলের মনে। যদিও সকলে মনে করছেন তাঁদের সঙ্গেই রয়েছেন স্বাতীলেখা।

১৯ নভেম্বর, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দুপুর ৩টের সময় নাটকটি মঞ্চস্থ হবে। করোনার দ্বিতীয় ওয়েভ ও স্বাতীলেখার মৃত্যুর পর এই নাটক দিয়েই ফের মঞ্চে নাটক পরিবেশন শুরু করছে 'নান্দীকার'। স্বাতীলেখার অনুপস্থিতিতে এক অন্য আবেগ কাজ করছে সকলের মনে। যদিও সকলে মনে করছেন তাঁদের সঙ্গেই রয়েছেন স্বাতীলেখা।

Next Photo Gallery