Bangla NewsPhoto gallery Lauren & Reece James make history as England's first sister and brother to play for England at senior international level
Reece James-Lauren James: ভাই-বোন জুটিতে ইতিহাস ইংল্যান্ডের রিস-লরেনের
ইংল্যান্ডের (England) জাতীয় দলের হয়ে খেলা প্রথম ভাই-বোন হিসেবে ইতিহাস গড়লেন রিস জেমস (Reece James) ও লরেন জেমস (Lauren James)। ইংল্যান্ডের ডিফেন্ডার রিস চেলসির পুরুষ দলের হয়ে খেলেন। তাঁর বোন লরেনও গত গ্রীষ্মের শেষে ব্লুজদের মহিলা ফুটবল দলে যোগ দিয়েছেন। রিস ২০২০ সাল থেকে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে খেলছেন। লরেন এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এ বার সিনিয়র দলেও ডেবিউ হয়ে গেল লরেনের।