Bangla NewsPhoto gallery Leicester City beat Manchester United by 4 2 goal and Manchester City beat Burnley by 2 0 goal in Premier League
Premier League: লেস্টারের কাছে রোনাল্ডোদের হার, বার্নলের বিরুদ্ধে জয় ম্যান সিটির
লেস্টারের ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে লেস্টার সিটির (Leicester City) বিরুদ্ধে ৪-২ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। অন্যদিকে ইতিহাস স্টেডিয়ামে বার্নলের (Burnley) বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে গত বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ইপিএলে দুই ম্যাঞ্চেস্টারের দুই কাহিনী চলছে। একদিকে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ২-২ ড্রয়ের পর জয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার ছেলেরা।