
ম্যাচের ১৯ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাসন গ্রিনউড (Mason Greenwood)। (ছবি- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

রোনাল্ডোরদের বিরুদ্ধে লেস্টার সিটির হয়ে প্রথমে ৩১ মিনিটে সমতা ফেরান ইওরি টিলেমানস। এরপর ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান লেস্টারের চালার সুইয়ুনজু। ৮৩ মিনিটে জেমি ভার্ডি স্কোরলাইন ৩-২ করেন। (ছবি-লেস্টার সিটি টুইটার)

লিন্ডেলফের পাস থেকে ম্যাচের ৮২ মিনিটে এক গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড (Marcus Rashford)। (ছবি- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

প্যাটসন ডাকা (Patson Daka) জিম্বাবোয়ের প্রথম ফুটবলার যিনি প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করলেন। এবং, ম্যান ইউয়ের বিরুদ্ধে স্কোরলাইন ৪-২ করেন ডাকা। (ছবি-লেস্টার সিটি টুইটার)

ইতিহাদ স্টেডিয়ামে বার্নলের বিরুদ্ধে ম্যাচের ১২ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন বের্নান্ডো সিলভা (Bernardo Silva)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৭০ মিনিটে বার্নলের বিরুদ্ধে দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)