অনেকে এখনও মনে করেন সলমন নন, হরিণ মেরেছিলেন সইফ
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 16, 2021 | 12:32 PM
প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে ছাড়াছাড়ির অনেক পরে অভিনেত্রী করিনা কাপুরকে বিয়ে করেন সইফ। করিনা সইফের চেয়ে প্রায় ১০ বছরের ছোট। তাঁদের দুই পুত্র সন্তান তৈমুর ও জাহাঙ্গীর। চারজনে এখন সইফের জন্মদিন কাটাতে গিয়েছেন মালদ্বীপে।
1 / 7
৫১ বছর বয়সে পা দিলেন সইফ আলি খান। ১৬ অগাস্ট অভিনেতার জন্ম হয় নয়া দিল্লি শহরে। তিনি বলিউডের নবাব। মা শর্মিলা ঠাকুর অভিনেত্রী ও বাবা মনসুর আলি খান পাতৌদি বিশ্ববরেণ্য ক্রিকেট খেলোয়াড়। সইফের দুই বোন সোহা এবং সাবা। হিমাচল প্রদেশের সানাওয়ারের লরেন্স স্কুলে পড়তেন সইফ। তারপর চলে যান হার্টফোর্ডশায়ারের লকার্স পার্ক স্কুলে। ইংল্যান্ডের উইনচেস্টার কলেজে পরবর্তী লেখাপড়া শেষ করেন অভিনেতা।
2 / 7
সইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে আলাপ ১৯৯২ সালের অক্টোবরে, 'বেখুদি'র শুটিংয়ে। অমৃতা সইফের চেয়ে ১২ বছরের বড়। তাঁদের দুই সন্তান অভিনেত্রী সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কাজলের সঙ্গে 'বেখুদি' ছবিতে ডেবিউ হওয়ার কথা ছিল সইফের। পরে সেই প্রোজেক্ট থেকে সরে আসেন সইফ।
3 / 7
১৯৯৩ সালে অভিনেত্রী রাজেশ্বরীর বিপরীতে ডেবিউ হয় সইফের। ছবির নাম 'পরম্পরা'। ছবিতে আমির খানও ছিলেন। ফ্লপ করেছিল সইফের প্রথম ছবি। ১৯৯৪ সালে প্রথম ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেন সইফ। সেই ছবিতে ছিলেন অক্ষয় কুমারও। ছবির নাম 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি'।
4 / 7
তারপর থেকে সইফ-অক্ষয়ের জুটি বলিউডের অন্যতম জুটি হিসেবে পরিচিত হতে শুরু করে। পরবর্তীতেও বহু ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন।
5 / 7
কেরিয়ারে বহু ছবি ফ্লপ করেছে সইফের। ১৯৯৯ সালে মুক্তি পায় 'হাম সাত সাত হ্যায়'। এই ছবিটি সইফের কেরিয়ার বদলে দেয়। সেই সময় সলমনের ব্ল্যাক বাক কেসের সঙ্গেও নাম জড়িয়েছিল সইফের। কেউ কেউ মনে করেন সলমন নয় হরিণটিকে মেরেছিলেন সইফই।
6 / 7
তারপর আরও একটি মোড় ঘেরালো ছবি আসে সইফ আলি খানের জীবনে। ফারহান আখতারের প্রথম পরিচালিত ছবি 'দিল চাহতা হ্যায়'। ছবিতে সমীরের চরিত্রে অভিনয় করেছিলেন নবাব। ছবিটি প্রথমে নাকচ করে দিয়েছিলেন। কিন্তু ডিম্পল কাপাডিয়ার অনুরোধে হ্যাঁ বলেন।
7 / 7
প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে ছাড়াছাড়ির অনেক পরে অভিনেত্রী করিনা কাপুরকে বিয়ে করেন সইফ। করিনা সইফের চেয়ে প্রায় ১০ বছরের ছোট। তাঁদের দুই পুত্র সন্তান তৈমুর ও জাহাঙ্গীর। চারজনে এখন সইফের জন্মদিন কাটাতে গিয়েছেন মালদ্বীপে।