Actor’s Salary: কোন অভিনেতা সবচেয়ে বেশি পারিশ্রিক পেয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে? দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 17, 2022 | 10:37 AM
OTT Platform: জানেন কি, ওটিটি প্ল্যাটফর্মের অভিনেতারা কে কত রোজগার করেন। জানলে চোখ কপালে উঠবে আপনার। তাঁরা বড় পর্দার অভিনেতাদের টেক্কা দিতে পারেন অনায়াসেই।
1 / 7
সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।
2 / 7
মনোজ বাজপেয়ী - 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজ়ের দুটি সিজ়নে দাপিয়ে অভিনয় করে নতুন ভাবে ফিরে এসেছেন মনোজ বাজপেয়ী। সেই ওয়েব সিরিজ়ে কাজ করার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১০ কোটি টাকা।
3 / 7
পঙ্কজ ত্রিপাঠী - তিনিও বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মই তাঁকে যাবতীয় জনপ্রিয়তা দিয়েছে। 'মির্জাপুর' ওয়েব সিরিজ়ে কাজ করার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন পঙ্কজ। 'সেক্রেড গেমস'-এ তিনি পেয়েছিলেন ১২ কোটি টাকা পারিশ্রমিক।
4 / 7
সামান্থা রাউথ প্রভু, নাগা চৈতণ্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কিছুদিনের পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে সোশ্যাল মিডিয়ায়। নিজেরাই ভক্তদের উদ্দেশে দিয়েছিলেন এই খবর।
5 / 7
রাধিকা আপ্তে - সিনেমা ও ওয়েব সিরিজ় - দুই মাধ্যমেই সমান দক্ষতার সঙ্গে কাজ করেন রাধিকা। 'সেক্রেড গেমস' ওয়েব সিরিজ়ের এজেন্ট অঞ্জলি মাথুরের চরিত্রে অভিনয় করার জন্য ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি।
6 / 7
আলি ফজল - সামনেই তাঁর বিয়ে। বিয়ে করছেন দীর্ঘদিনের প্রেমিকা রিচা চাড্ডাকে। ওটিটি প্ল্যাটফর্মে আলি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন 'মির্জাপুর' ওয়েব সিরিজ়ের জন্য। সেখানে গুড্ডু ভাইয়ার চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আলি।
7 / 7
প্রতীক গান্ধী - গুজরাটি অভিনেতা। হনসল মেহতা পরিচালিত 'স্ক্যাম ১৯৯২' ওয়েব সিরিজ়ে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রতীক। প্রতি এপিসোড পেয়েছিলেন ৫ লাখ টাকা।