Dark Spots: দাগছোপ সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই ৩ উপায়ে দূর করুন ডার্ক স্পট
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 03, 2023 | 2:18 PM
Home Remedies: মুখে কালো ছোপ কারও পছন্দ নয়। ডার্ক স্পট সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। কখনও ব্রণর দাগ, কখনও রোদে পুড়ে যাওয়ার দাগ। এসব কালো ছোপ দূর করতে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।
1 / 8
মুখে কালো ছোপ কারও পছন্দ নয়। ডার্ক স্পট সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। কখনও ব্রণর দাগ, কখনও রোদে পুড়ে যাওয়ার দাগ। এসব কালো ছোপ দূর করতে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।
2 / 8
মুখে টমেটো মাখলে সমস্ত দাগছোপ দূর হয়ে যেতে পারে। টমেটো মধ্যে ভিটামিন সি, ভিটামিন কে ও লাইকোপেন রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। দুই উপায়ে আপনি টমেটোকে রূপচর্চায় কাজে লাগাতে পারেন।
3 / 8
অর্ধেক টমেটো পেস্ট করে নিন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে ত্বকের উপর লাগান। মিনিট পনেরো রেখে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এই উপায়ে টমেটো ব্যবহার করলে দাগছোপ দূর হয়ে যেতে পারে।
4 / 8
টমেটো পেস্ট ব্যবহারের বদলে টমেটোর তৈরি বরফও ঘষতে পারেন মুখে। টমেটো জুস বানিয়ে নিন। এবার সেটা বরফ তৈরির পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। বরফ জমে গেলে এই টমেটোর কিউব বের করে মুখের উপর ঘষতে থাকুন। এতেও মুখের দাগছোপ দূর হয়ে যাবে।
5 / 8
টমেটো ছাড়াও আপনি দুধের সাহায্যে মুখের সমস্ত দাগছোপ দূর করতে পারেন। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ডার্ক স্পট কমাতে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে দুধ।
6 / 8
কাঁচা দুধ নিন। এবার এই দুধে তুলোর বল ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এবার হালকা হাতে মালিশ করুন। ১০ মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে দু'বার এভাবে মুখে দুধ মাখলেই দাগছোপ দূর হয়ে যাবে।
7 / 8
কাঁচা হলুদও ত্বকের দাগছোপ দূর করতে দারুণ উপযোগী। ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে হলুদ। তাছাড়া রূপচর্চায় হলুদের ব্যবহার নতুন নয়। কিন্তু মুখের দাগছোপ দূর করতে কীভাবে হলুদ ব্যবহার করবেন, রইল টিপস।
8 / 8
এক চামচ হলুদন নিন। এতে কয়েক ফোঁটা লেবুর রস এবং এক চামচ দুধ মিশিয়ে নিন। এবার এই মসৃণ ফেসপ্যাক ভাল করে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।