Milk Powder: এবার রান্নাঘর থেকে গুঁড়ো দুধ লুকিয়ে খেলে একটু মুখেও মেখে নেবেন, জেল্লা ফেটে পড়বে
megha |
Aug 07, 2024 | 4:18 PM
Skin Care Tips: পায়েস থেকে পিঠে-পুলি—রান্নাতেই সবচেয়ে বেশি ব্যবহার হয় গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ খেতেও ভাল লাগে। কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয় গুঁড়ো দুধে। তবে, ত্বকের উপর দুর্দান্ত কাজ করে গুঁড়ো দুধ।
1 / 8
ছোটবেলা গুঁড়ো দুধ নিশ্চয়ই রান্নাঘর থেকে চুরি করে খেয়েছেন। একবার হলেও এই কান্ডটা ঘটিয়েছেন। অনেকে আবার ধরা পড়ে গিয়েছেন। এবারও এই কাজটা করতে পারেন। আর ধরা পড়ে গেলে মুখে মেখে নিন গুঁড়ো দুধ।
2 / 8
পায়েস থেকে পিঠে-পুলি—রান্নাতেই সবচেয়ে বেশি ব্যবহার হয় গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ খেতেও ভাল লাগে। কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয় গুঁড়ো দুধে। তবে, ত্বকের উপর দুর্দান্ত কাজ করে গুঁড়ো দুধ।
3 / 8
ত্বকের যত্নে বেশিরভাগ সময় কাঁচা দুধ ব্যবহার করা হয়। গুঁড়ো দুধও কিন্তু পিছিয়ে নেই। গুঁড়ো দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, ভিটামিন বি-এর মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে, যা ত্বকের দেখভাল করে।
4 / 8
গুঁড়ো দুধ ত্বককে এক্সফোলিয়েট ও ময়েশ্চারাইজার করতে সাহায্য করে। এটি ত্বক থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করে দেয়। পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
5 / 8
গুঁড়ো দুধও কিন্তু প্রাকৃতিক উপাদান। র্যাশ, চুলকানির মতো একাধিক ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে গুঁড়ো দুধ। সুন্দর ও নিখুঁত ত্বকের জন্য কীভাবে গুঁড়ো দুধ ব্যবহার করবেন, রইল টিপস।
6 / 8
গুঁড়ো দুধ, বেসন ও কমলালেবুর রস একসঙ্গে মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই ফেস স্ক্রাব ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের উপর দুর্দান্ত এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে।
7 / 8
গুঁড়ো দুধের সঙ্গে টক দই ও লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ২০ মিনিট ত্বকে রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক দাগছোপ কমায় এবং ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।
8 / 8
সমপরিমাণ গুঁড়ো দুধ ও মুলতানি মাটি নিন। এতে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। এটি ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কার করে দেবে।