Multani Mitti for Oily Skin: গরম বাড়তে মুখে ব্রণর সঙ্গে তেলতেলে ভাব বেড়েছে? মাটির ফেসপ্যাকে পাবেন জেল্লাদার ত্বক

Homemade Face Pack: আপনিও যদি এই গরমে তেলতেলে মুখ আর ব্রণর সমস্যায় বিরক্ত হয়ে থাকেন, তাহলে মুলতানি মাটির সাহায্য নিতে পারেন। মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করে দেয়। তার সঙ্গে ময়লা পরিষ্কার করে দেয়।

| Edited By: megha

Apr 20, 2023 | 4:14 PM

1 / 8
গরম পড়তে ত্বকের সমস্যায় বিরক্ত কমবেশি সকলেই। সানস্ক্রিন মেখে, ঢাকা পোশাক পরেও ট্যান প্রতিরোধ করা যাচ্ছে না। তার উপর নাকের দু'পাশ আর কপালে দেখা যাচ্ছে তেলতেলে ভাব। বারবার ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়ার পরও ফিরছে না ত্বকের সতেজতা।

গরম পড়তে ত্বকের সমস্যায় বিরক্ত কমবেশি সকলেই। সানস্ক্রিন মেখে, ঢাকা পোশাক পরেও ট্যান প্রতিরোধ করা যাচ্ছে না। তার উপর নাকের দু'পাশ আর কপালে দেখা যাচ্ছে তেলতেলে ভাব। বারবার ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়ার পরও ফিরছে না ত্বকের সতেজতা।

2 / 8
এই গরমে তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। ত্বকে যেমন তেলতেলে ভাব বাড়ে, তেমনই ব্রণর বাড়বাড়ন্ত শুরু কর। অনেকেই বুঝতে উঠতে পারেন যে, এই গরমে কীভাবে ত্বকের খেয়াল রাখবেন।

এই গরমে তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। ত্বকে যেমন তেলতেলে ভাব বাড়ে, তেমনই ব্রণর বাড়বাড়ন্ত শুরু কর। অনেকেই বুঝতে উঠতে পারেন যে, এই গরমে কীভাবে ত্বকের খেয়াল রাখবেন।

3 / 8
আপনিও যদি এই গরমে তেলতেলে মুখ আর ব্রণর সমস্যায় বিরক্ত হয়ে থাকেন, তাহলে মুলতানি মাটির সাহায্য নিতে পারেন। মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করে দেয়। তার সঙ্গে ময়লা পরিষ্কার করে দেয়।

আপনিও যদি এই গরমে তেলতেলে মুখ আর ব্রণর সমস্যায় বিরক্ত হয়ে থাকেন, তাহলে মুলতানি মাটির সাহায্য নিতে পারেন। মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করে দেয়। তার সঙ্গে ময়লা পরিষ্কার করে দেয়।

4 / 8
মুলতানি মাটি ত্বকের উপর লাগালে ত্বকের প্রদাহ কমে। প্রখর রোদের কারণে ত্বকের উপর যে জ্বালাভাব দেখা দেয়, সেটাও মুলতানি মাটির ব্যবহারে কমে যায়। আপনি মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন, যা খুবই কার্যকর।

মুলতানি মাটি ত্বকের উপর লাগালে ত্বকের প্রদাহ কমে। প্রখর রোদের কারণে ত্বকের উপর যে জ্বালাভাব দেখা দেয়, সেটাও মুলতানি মাটির ব্যবহারে কমে যায়। আপনি মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন, যা খুবই কার্যকর।

5 / 8
এক চামচ মুলতানি মাটি নিন। এতে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই ফেসপ্যাক ত্বকে লাগান। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বক থেকে ধুলো-বালি, ময়লা, তেল দূর করে দেবে।

এক চামচ মুলতানি মাটি নিন। এতে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই ফেসপ্যাক ত্বকে লাগান। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বক থেকে ধুলো-বালি, ময়লা, তেল দূর করে দেবে।

6 / 8
ব্রণর সমস্যায় আপনি মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। সমপরিমাণ মুলতানি মাটি ও নিমপাতার গুঁড়ো নিন। এতে গোলাপ জল মিশিয়ে নিন। এবার এটা ত্বকের উপর লাগান। সপ্তাহে দু'বার আপনি এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

ব্রণর সমস্যায় আপনি মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। সমপরিমাণ মুলতানি মাটি ও নিমপাতার গুঁড়ো নিন। এতে গোলাপ জল মিশিয়ে নিন। এবার এটা ত্বকের উপর লাগান। সপ্তাহে দু'বার আপনি এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

7 / 8
গরমের কারণে ত্বক ম্লান দেখালে টক দইয়ের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগান। এতে এক চিমটে হলুদ মিশিয়ে দেবেন। এতে আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরে আসবে। তার সঙ্গে ব্রণ ও র‍্যাশের সমস্যাও কমে যাবে।

গরমের কারণে ত্বক ম্লান দেখালে টক দইয়ের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগান। এতে এক চিমটে হলুদ মিশিয়ে দেবেন। এতে আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরে আসবে। তার সঙ্গে ব্রণ ও র‍্যাশের সমস্যাও কমে যাবে।

8 / 8
ট্যান তুলতেও সাহায্য করে মুলতানি মাটি। টমেটো বাটা নিন। তার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এতে আপনি ট্যান থেকে মুক্তি পাবেন এবং ত্বকের জেল্লা বাড়বে।

ট্যান তুলতেও সাহায্য করে মুলতানি মাটি। টমেটো বাটা নিন। তার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এতে আপনি ট্যান থেকে মুক্তি পাবেন এবং ত্বকের জেল্লা বাড়বে।