Fridge Smell: ফ্রিজ খুললেই নাকে আসে বোটকা গন্ধ? ৪ টোটকা মেনে দূর করুন নিমেষে
ব্যস্ততম জীবন যাত্রায় জীবন যাপন সহজ করে দিয়েছে যে যন্ত্র, তার চাই বাড়তি যত্ন। মাঝেমধ্যেই ফ্রিজ থেকে বোটকা গন্ধ বের হয়। কাঁচা মাছ-মাংস, জমে থাকা বরফ, পচে যাওয়া সবজি, অবাঞ্ছিত আবর্জনা থেকেই তৈরি হয় দুর্গন্ধ। সেই গন্ধ ছড়িয়ে প়ড়ে রান্না করা খাবারেও। ফ্রিজ খুললেই যেন বিরক্ত লাগে তখন। কিন্ত কী ভাবে মুক্তি পাবেন সেই গন্ধ থেকে? জেনে নিন মোক্ষম উপায়।
1 / 8
আজকাল জীবন মানে শুধু দৌড়নো। সকালে উঠে কোনও রকমে নাকে মুখে গুজেই অফিস যাত্রা। তাই অনেক ক্ষেত্রে সকালের রান্না সেরে রাখতে হয় আগের দিন রাতে। কেউ কেউ আবার রাতে দিরতে রাত হয় বলে দুবেলার রান্না সেরে ফ্রিজে রাখেন।
2 / 8
তাই ফ্রিজ আজকের দিনে আর কোনও বিলাসবহুল সামগ্রী নয়। বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক ওতপ্রত অঙ্গ হয়ে উঠেছে। বার বার রান্না করা ঝক্কি থেকে বাঁচায় ফ্রিজ।
3 / 8
ব্যস্ততম জীবন যাত্রায় জীবন যাপন সহজ করে দিয়েছে যে যন্ত্র, তার চাই বাড়তি যত্ন। মাঝেমধ্যেই ফ্রিজ থেকে বোটকা গন্ধ বের হয়। কাঁচা মাছ-মাংস, জমে থাকা বরফ, পচে যাওয়া সবজি, অবাঞ্ছিত আবর্জনা থেকেই তৈরি হয় দুর্গন্ধ।
4 / 8
সেই গন্ধ ছড়িয়ে প়ড়ে রান্না করা খাবারেও। ফ্রিজ খুললেই যেন বিরক্ত লাগে তখন। কিন্ত কী ভাবে মুক্তি পাবেন সেই গন্ধ থেকে? জেনে নিন মোক্ষম উপায়।
5 / 8
দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। প্রায় প্রত্যেকের রান্নাঘরে বেকিং সোডা থাকে। একটি বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজে রাখুন। দেখবেন বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ শুষে নেবে ম্যাজিকের মতো।
6 / 8
সাইট্রাস ফল লেবু ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। পাতি লেবু কেটে এক টুকরো ফ্রিজের মধ্যে রেখে দিন। পাতি লেবুর খোসাগুলি জমা করে একটি বাটিতে ভরেও ফ্রিজে রেখে দিতে পারেন। দেখবেন মুশকিল আসান হয়ে যাবে এক লহমায়।
7 / 8
ঘরোয়া নানা সমস্যার অন্যতম সমাধান লুকিয়ে আছে ভিনিগারে। যে কোনও দুর্গন্ধ শোষণ করতে ভিনিগারের জুড়ি মেলা ভার। একটা বাটিতে অল্প ভিনিগার নিয়ে ফ্রিজের উপরের তাকে রেখে দিন। দেখবেন দুর্গন্ধ উধাও।
8 / 8
কফি খেলে যেমন আপনি নিজে সতেজ হয়ে ওঠেন তেমনই ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফি অনবদ্য। একটি বাটিতে কফির গুঁড়ো নিয়ে সেটি ফ্রিজে রেখে দিন। দেখবেন নিমেষে দূর হবে ফ্রিজের দুর্গন্ধ।