Travel Gadget: দার্জিলিংয়ের অফবিটে যান কিংবা ভিয়েতনাম? সঙ্গে এই ৫ গ্যাজেট না রাখলে সমস্যায় পড়বেন
megha |
Aug 21, 2024 | 5:49 PM
Travel Essential Tips: সামনেই আসতে চলেছে পুজোর ছুটি। দেখতে গেলে আর দু'মাসও বাকি নেই। পুজোর ছুটিতে অনেকেই ভ্রমণের প্ল্যান বানিয়ে রেখেছেন। কিন্তু ব্যাগ প্যাকের সময় কী-কী নেবেন, তার লিস্ট বানিয়েছেন কি? দেশ হোক বা বিদেশ, কয়েকটি গ্যাজেট রয়েছে, যা বেড়াতে গেলে ব্যাগে রাখতেই হবে।
1 / 8
সামনেই আসতে চলেছে পুজোর ছুটি। দেখতে গেলে আর দু'মাসও বাকি নেই। পুজোর ছুটিতে অনেকেই ভ্রমণের প্ল্যান বানিয়ে রেখেছেন। কিন্তু ব্যাগ প্যাকের সময় কী-কী নেবেন, তার লিস্ট বানিয়েছেন কি?
2 / 8
বেড়াতে যাওয়া মানে ব্যাগভর্তি জামাকাপড় নেওয়া নয়। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাগ দখল করে গো-প্রো থেকে শুরু করে ল্যাপটপ। অফবিট ডেস্টিনেশন হলে লিস্ট আরও লম্বা হয়।
3 / 8
দেশ হোক বা বিদেশ, কয়েকটি গ্যাজেট রয়েছে, যা বেড়াতে গেলে ব্যাগে রাখতেই হবে। এতে আপনার ভ্রমণ সহজ হয়ে উঠবে। কোন কোন জিনিসগুলো ব্যাগে রাখতেই হবে, দেখে নিন এক নজরে।
4 / 8
অফবিট ডেস্টিনেশন হোক বা জনপ্রিয় হিল স্টেশন, সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক রাখতেই হবে। যদি বিদ্যুৎ না থাকে কিংবা রাস্তাতেই দিনের অর্ধেক সময় কেটে গেল, সেক্ষেত্রে ফোনে চার্জ রাখতে পাওয়ার ব্যাঙ্কই ভরসা।
5 / 8
হোটেল বা হোমস্টেতে চার্জ দেওয়ার একাধিক জায়গা থাকে না। হাইব্রিড ওয়াল চার্জার ব্যবহার করলে কাজ সহজ হবে। একটি চার্জার প্লাগে লাগিয়ে দিন এবার সেখান থেকে দুটো গ্যাজেট একসঙ্গে চার্জ হয়ে যাবে।
6 / 8
যাঁরা গো-প্রো ব্যবহার করেন, বিভিন্ন ধরনের ক্যামেরা নিয়ে বেড়াতে যান, সঙ্গে ৭ ইন ওয়ান মাল্টিপোর্ট অ্যাডাপ্টার রাখুন। এতে ইউএসবি সি পোর্ট, এসডি কার্ড রিডার, ইউএসবি এ ও সি ডেটা পোর্ট থাকে। সব গ্যাজেট চার্জ করা যায়।
7 / 8
বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে একটা ইউনিভার্সাল সকেট ট্রাভেল অ্যাডপ্টার কিনে নিন। বাইরের দেশের প্লাগে এই ধরনের অ্যাডপ্টার ব্যবহার করা সহজ। আর এই অ্যাডপ্টারের মাধ্যমে একসঙ্গে ফোন, ল্যাপটপ, ক্যামেরা সব চার্জ করা যায়।
8 / 8
ফোনে টর্চ আছে, তাই আর সঙ্গে টর্চ লাইট নেবেন না—এই ভুল একদম করবেন না। সবচেয়ে ভাল হয় যদি হেডটর্চ ব্যবহার করেন। ট্রেকিং হোক বা অফবিট ডেস্টিনেশন, মাথায় আলো চালিয়ে অনেক কাজই করতে পারবেন। আর এটা চার্জ দেওয়ারও দরকার নেই।