Bald Problem: টাক নিয়ে বেজায় সমস্যা? চুল গজাবে ঘরোয়া উপায়েই

Hair Problem Solution: টাক পড়ে যাওয়ার যাই কারণ হোক না কেন। তার যে একেবারে সমাধান নেই এমনটাও নয়। বেশ কিছু ঘরোয়া উপায়েই টাকের সমস্যার সমাধান করতে পারেন আপনি। দেখুন এ রকমই কিছু ঘরোয়া উপায়। এই সব উপায় ঠিক মতো মানতে পারলে টাকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি।

Mar 25, 2024 | 10:15 AM

1 / 8
চুল পড়ে মাথা খালি হয়ে যাওয়া নিয়ে অনেকেই সমস্যা থাকেন। টাক নিয়ে বেজায় অস্বস্তিতেও পড়তে হয় অনেককে।

চুল পড়ে মাথা খালি হয়ে যাওয়া নিয়ে অনেকেই সমস্যা থাকেন। টাক নিয়ে বেজায় অস্বস্তিতেও পড়তে হয় অনেককে।

2 / 8
টাক পড়ে যাওয়ার যাই কারণ হোক না কেন। তার যে একেবারে সমাধান নেই এমনটাও নয়।

টাক পড়ে যাওয়ার যাই কারণ হোক না কেন। তার যে একেবারে সমাধান নেই এমনটাও নয়।

3 / 8
বেশ কিছু ঘরোয়া উপায়েই টাকের সমস্যার সমাধান করতে পারেন আপনি। দেখুন এ রকমই কিছু ঘরোয়া উপায়।

বেশ কিছু ঘরোয়া উপায়েই টাকের সমস্যার সমাধান করতে পারেন আপনি। দেখুন এ রকমই কিছু ঘরোয়া উপায়।

4 / 8
ত্বক উজ্জ্বল রাখার পাশাপাশি টাক পড়ে যাওয়ার সমস্যা রুখতে অ্যালোভেরার ভূমিকা রয়েছে। অ্যালোভেরার পাতা থেকে জেল নিষ্কাষণ করে মাথার যেখানে চুল উঠে গিয়েছে, সেখানে লাগাতে পারেন। কিছু দিন ব্যবহারেই দারুণ উপকার পাবেন।

ত্বক উজ্জ্বল রাখার পাশাপাশি টাক পড়ে যাওয়ার সমস্যা রুখতে অ্যালোভেরার ভূমিকা রয়েছে। অ্যালোভেরার পাতা থেকে জেল নিষ্কাষণ করে মাথার যেখানে চুল উঠে গিয়েছে, সেখানে লাগাতে পারেন। কিছু দিন ব্যবহারেই দারুণ উপকার পাবেন।

5 / 8
ওমেগা ফ্যাটি অ্যাসিড ক্যাপসুল বাজারে কিনতে পাওয়া যায়। সপ্তাহে ৩-৪ দিন তা ব্যবহার করলে ন্যাড়া মাথা ধীরে ধীরে ভরে উঠবে চুলে।

ওমেগা ফ্যাটি অ্যাসিড ক্যাপসুল বাজারে কিনতে পাওয়া যায়। সপ্তাহে ৩-৪ দিন তা ব্যবহার করলে ন্যাড়া মাথা ধীরে ধীরে ভরে উঠবে চুলে।

6 / 8
চুল ঝরা বন্ধ করতে পেঁয়াজের রস ফলদায়ক। অনেকেই ব্যবহার করে সুফল পেয়েছেন। তাই টাক পড়তে যখন শুরু করেছে, তখনই থেকেই পেঁয়াজের রসের উপর ভরসা রাখুন।

চুল ঝরা বন্ধ করতে পেঁয়াজের রস ফলদায়ক। অনেকেই ব্যবহার করে সুফল পেয়েছেন। তাই টাক পড়তে যখন শুরু করেছে, তখনই থেকেই পেঁয়াজের রসের উপর ভরসা রাখুন।

7 / 8
নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথায় মাখুন। তার কিছুক্ষণ তা রেখে দিন। তার শ্যাম্পু করে ধুয়ে নিন। ধৈর্য ধরে দীর্ঘদিন তা ব্যবহার করেন তাতে অপ্রত্যাশিত ফল পেতে পারেন।

নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথায় মাখুন। তার কিছুক্ষণ তা রেখে দিন। তার শ্যাম্পু করে ধুয়ে নিন। ধৈর্য ধরে দীর্ঘদিন তা ব্যবহার করেন তাতে অপ্রত্যাশিত ফল পেতে পারেন।

8 / 8
চুলহীন মাথায় তেল মালিশ করতে অস্বস্তি হতেই পারে। কিন্তু সেই অস্বস্তি কাটিয়ে যদি নিয়মিত মাথায় তেল মালিশ করা যায়, তা হলে কিন্তু টাক মাথায় চুল গজাতে বেশি দেরি হবে না।

চুলহীন মাথায় তেল মালিশ করতে অস্বস্তি হতেই পারে। কিন্তু সেই অস্বস্তি কাটিয়ে যদি নিয়মিত মাথায় তেল মালিশ করা যায়, তা হলে কিন্তু টাক মাথায় চুল গজাতে বেশি দেরি হবে না।